যাহা বলি সত্য বলি....
কলঙ্কিত ২৫ ফেব্রুয়ারি আজ। বিডিআর বিদ্রোহের দুই বছর। ২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের সদর দফতর পিলখানায় এক মর্মান্তিক হত্যাযজ্ঞের
মাধ্যমে কিছু বিপথগামী জওয়ান বিদ্রোহ ঘোষণা করে। এরপর দেশের বিভিন্ন স্থানের কয়েকটি ব্যাটালিয়নে বিদ্রোহ দেখা দেয়। পিলখানাতেই প্রাণ হারান বালাদেশ সেনাবাহিনীর ৫৭ চৌকস কর্মকর্তাসহ ৭৪ জন।
দায়িত্ব নেওয়ার দুই মাসের মাথায় একটি সুশৃঙ্খল বাহিনীর অভ্যন্তরে এ ধরনের ভয়ঙ্কর ঘটনায় মহাবিপদে পড়ে মহাজোট সরকার। বিদ্রোহ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীক্ষষ্ট দূরদৃষ্টিসম্পন্ন ভূমিকায় জাতি এক ভয়াল পরিস্থিতি থেকে রক্ষা পায়। বিদ্রোহের পরে সারাদেশে ৫৭টি ইউনিটের বিচার শুরু হয়। বিদ্রোহ মামলায় সারাদেশে মোট আসামি ৬ হাজার ৫২ জন। এর মধ্যে ২৭টি ইউনিটে রায় হয়েছে।
এ পর্যন্ত সাজা পেয়েছেন ১ হাজার ৬৫ জন। অব্যাহতি পেয়েছেন ২২ জন। ৩০টি ইউনিটের বিচারের কার্যক্রম চলছে।
বর্তমান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম বলেন, নৃশংস এ ঘটনায় হত্যাকারীদের কাঠগড়ায় দাঁড় করাতে আমরা কাজ করছি।
http://www.shamokal.com/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।