সোনার হরিনের পেছনে ছুটছি। ২০০০ সাল, তখন আমি দশম শ্রেণিতে পড়ি। আমার বাড়ির পাশে নাসিমদের বাড়ি। ও আমার দুই বছরের সিনিয়র হলেও ভাল বন্ধু । কারন পাশাপাশি বাড়ি হওয়ায় আমরা সব সময় একসাথে থাকি।
ও এস.এস,সি পাশ করে কলেজে ভতি হইছে। সামনে আমারও এস. এস.সি পরীক্ষা। নাসিম ম্যাচ থেকে বাড়িতে আসলে কলেজ নিয়ে আমার কাছে অনেক গল্প করতো। ওর গল্প শুনে আমার কলেজ দেখার অনেক ইচ্ছা হয়। কলেজে পড়ার ইচ্ছা হয়।
ও আমার কাছে ওর কলেজে ঘটে যাওয়া মজার সব ঘটনাই শেয়ার করতো। তাই কলেজ সর্ম্পকে আগ্রহ বাড়তে শুরু করলো। আর এই জন্যে আমার পরীক্ষা শুরু হওয়ার আগে একবার ওর কলেজ দেখতে ইচ্ছা করতেছিল। আমি ওর সাথে আলাপ আলোচনা করে ঠিক করলাম আমি একদিন ওর ম্যাচে যাবো। পরের বার ও যখন কলেজ থেকে বাড়ি আসলো তখন আমরা সিদ্ধান্ত নিলাম এবার আমি ওর সাথে যাব।
পরের দিন আমি ওর সাথে বের হলাম। ওর কলেজের সব মজার মজার ঘটনা দেখার জন্য। আমার কাছে করা ওর মজার মজার গল্প গুলোর মধ্যে ছিলো কলেজের ছেলেমেয়েদের প্রেম কাহিনী এবং ওদের ম্যাচে বন্ধুদের সাতে ঘটে যাওয়া নিত্যদিনের সব আজব আজব ঘটনা। । ও যেসব প্রেম কাহিনীর গল্প আমার কাছে করত আমি শুনে অনেক মজা অনুভব করতাম।
ওর গল্প শুনে আমিও এমন প্রেম কাহিনী রটানোর সিদ্ধান্ত নিতাম। যাহোক আমরা ওর ম্যাচে পৌছালাম। দুপুরে গোসল করে খাওয়া শেষ করে আমিসহ ওদের ম্যাচের প্রায় সবাই ভাত ঘুম দিলাম। ভাত ঘুম শেষ করে বিকেলে ওর কলেজের ক্যামপাছ দেখতে গেলাম। ওদের কলেজটা আমার কাছে অনেক সুন্দর লাগলো।
ওদের বিশাল কলেজের ক্যামপাসের পাশের পুকুরের পাড়ে বসে আড্ডা দেওয়ার মজাটা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে ও দেখালো । আমি দেখলাম অনেক মানুষ পুকুরের পাড়ে বসে মজা করছে ইচ্ছামত। সেদিন ওদের কলেজসহ আশেপাশের পুরা জায়গাটা ভাল করে ঘুরে ঘুরে ও আমাকে দেখালো। পরের দিন আমরা ডিসিশন নিলাম আমি ওর সাথে ওদের ক্লাস করবো। তো পরের দিন আমি ওর সাথে সাথেই বের হলাম ক্লাস করবো বলে।
কিন্তু কলেজে যাওয়ার পর দেখলাম অন্যরকম ঘটনা। আমরা দেখলাম কলেজের ছেলেরা অনেক বড় মিসিল বের করছে। ছেলেরা তাদের দাবি দাওয়া মেটানোর জন্য কলেজ চত্তরে মিসিল করছে। আমার বন্ধু তখন আমাকে এই মিসিল আর কলেজের এই ছাত্র নেতাদের গল্প শোনাতে শুরু করলো।
চলবে........................ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।