চুরি একটা মহৎ শিল্প। তস্করদের নিয়া সারা দুনিয়াতেই অনেক মহৎ চিত্রকলা, সাহিত্য, চলচ্চিত্র নির্মিত হইছে। সাধু, গৃহস্ত ইত্যাদির মত চোরও এই সমাজের পার্ট এন্ড পার্সেল। চোর শুধু চুরিই করেন না, একই সাথে সমাজে গৃহস্তের অস্তিত্ব প্রমান করেন, ধর্মের কাহিনী শোনানের দায়িত্বে যারা আছেন তাদের বাস্তুসংস্থানে বিশেষ ভূমিকা রাখেন। তো, এই জাপানী গৃহস্তের বেলায় চোর তার দায়িত্ব সঠিকভাবে পালন কইরা সামাজিক ভারসাম্য ঠিক রাখছেন, একই সাথে তস্করগোষ্ঠির মুখ রক্ষা করছেন। কিন্তু সমস্যা হইছে ধর্মের কাহিনীকারের বেলায়; তিনি চোরের সামাজিক গুরুত্বের প্রতি উদাসীনতা তো দেখাইছেনই- উপরন্তু ধর্মের কাহিনীকারদের কান্ডজ্ঞানহীনতার প্রমান রাখছেন। এই অ্যামেচার ধর্মের কাহিনীকারদের কান্ডজ্ঞানহীন কার্যকলাপে জাতি লজ্জায় অধোবদন হইতে বাধ্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।