আমাদের কথা খুঁজে নিন

   

এরা হয়তো উটপাখির মতো মুখ গুঁজে থাকে না, কিন্তু এরা শিকারী বিড়ালের মতো ওঁত পেতে থাকে সবসময়

সত্য বলেছি, সত্য বলছি এবং আরো সত্য বলেই যাব এতদিন বাংলাদেশের ডান-বাম সকল পক্ষের কাছ থেকে অনেক "চিল্লাফাল্লা" শুনেছেন যে কেন টিপাইমুখ বাঁধ বানানো উচিত নয়। এবার এসেগেছে একেবারে ব্যাপক গবেষকের অনুসন্ধানী ঘাপটি প্রতিবেদন। পড়ে চেখে দেখে নিন কেন টিপাইমুখে বাঁধ হওয়া অতি জরুরী। শুধু তাইনা বাংলাদেশের উচিত এই বাঁধ বানাতে ইন্ডিয়াকে টাকা দেওয়া। নিন আপনার মত "বদলে দেবে" উটপাখি [উচ্চারন হবে উটপাখে] প্রথম আলো জানাচ্ছে "টিপাইমুখ বাঁধ তৈরি করা কেন জরুরি", জেনে নিন বাংলাদেশে থেকে কারা ইন্ডিয়ার স্বার্থে নিরলস ভাবে মিষ্টি মিষ্টি কথা বলে যাচ্ছে, নিজেদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ইন্ডিয়ার জন্য দালালী করে যাচ্ছে। কতবড় দেশবিরোধী রাজাকার হইলে (ভারতপন্থী রাজাকার) এমন লেখা সম্ভব, আর কতবড় রাজাকার হইলে এমন লেখা একটি জাতীয় পত্রিকায় ছাপানো সম্ভব!!! কয়লা ধুইলে ময়লা যায়না । দালালও দালালী ছাড়তে পারেনা । প্রথম আলো ভারতের দালাল --> প্রমাণিত আবারো । এর পর ও প্রথম আলো কিনে ভারতী দালালদের সহযোগিতা করবেন? দালালী দেখুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।