আমাদের কথা খুঁজে নিন

   

দিনকাল

১) সামুর সবাই যখন ব্লগ দিবস আর নানা রকমের আড্ডায় ব্যাস্ত আমি তখন রিয়েল এস্টেট আর ডোমেইন ডট কমে ভালোবাসা খোজায় ব্যাস্ত। খুব বেশী কিছু চাই না আমি তিন বেড দুই বাথ আর একটা ডাবল লকাপ গ্যারেজ আর ভাড়াটা যেনো একটু সাধ্যের মধ্যে হয়। এর মধ্যে বিষ ফোড়ার মত এসে বিধছে ক্রিসমাস আর নিউ ইয়ারের ছুটি সাথে বোনাস হিসেবে আছে ভাংগা হাত, কাজ করতে যেয়ে বাম কাধে ব্যাথা পেয়েছি সিক লিভটা অবশ্য কাজে লাগছে বাসা খুজতে। বাম হাতটা যে প্রতিদিন আমাদের কত কাজে লাগে হাত ভালো থাকা অবস্থায় বোঝা যায় না এই যেমন ধরেন বেল্ট লাগানো বাম কান চুলকানো মাথার বাম দিকে চুলকানো পিঠের বা ঘারের বাম দিকে চুলকানো , ছোট ঘরের বড় কাজের কথা না হয় বাদই দিলাম।শার্ট বা টিশার্ট গায়ে ঝোলাতেও যে বাম হাতটা কতটা দরকারী এইবার ব্যাথা পেয়ে বুঝলাম। ২)আমার দেড় বছরের মেয়েটা এখনও কথা বলতে পারেনা বলে তার দাদীর খুব আফসোস। ত সে কথা না বললেও আই তাই করে কি সব বলে মনের ভাব প্রকাশ করতে চায়।সেদিন ওকে নিয়ে ডাক্তার এর কাছে গিয়েছি ওয়েটিং রুমের প্লে এরিয়াতে বসে সে তার পরিচিত খেলনা দেখিয়ে যথারিতি আই তাই ইতিস পিতিস শুরু করেছে আর অইদিক থেকে রিসেপশনিস্ট মহিলা মুগ্ধ দৃস্টিতে তার দিকে তাকিয়ে ভাবখান এমন যে এত ছোট বাচ্চা কেমন তরবড় করে নিজের ভাষায় কথা বলে। ৩)কালকে থেকে বৃস্টি হচ্ছে আমার ছেলেদের প্ল্যান ছিলো আজকে বিচে যাওয়ার ঘুম থেকে উঠেই জিজ্ঞেস করছে বাবা আমরা কি বিচে যাচ্ছি আজকে আমি বললাম রাস্তার পাশের ক্রিক থেকে দুইটা ডুব দিয়ে আয় তাহলেই বিচে যাওয়া হয়ে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।