আমাদের কথা খুঁজে নিন

   

দিনকাল বড়ই কঠিন...... (আমার দিনকাল)

বিশেষ কিছু নেই বলার মত। প্রতিবাদী একজন মানুষ আমি। অনেকেরই মত...... :)
সবকিছু নিয়েই কঠিনতম অবস্থানে অবস্থান করছি। বিগত কয়েকদিন ধরে আছি বড়ই দৌড়ের উপর। প্রচুর ঝড়-ঝাপটা যাচ্ছে বছরের শুরু থেকেই।

তবে বছরের একদম প্রথম দিনটিতে আমার ঘুম ভেঙেছিল একটি অতি সুখবর দিয়ে। সেটা নাহয় পরেই বলব? অন্য আরেকটি পোষ্ট দিয়ে। সে যাক, বিগত বছরের শেষের কয়েকদিন থেকে নিয়ে আজ পর্যন্ত এবং আজকের পর আরও কিছুদিন ধরে আছি এবং থাকব পুরোই রষ-কষহীন ভাবে। যেটা আমার জন্য বড়ই পীড়াদায়ক। আর কত এভাবে থাকা যায়!? মনটা বিদ্রোহী হয়ে উঠতে চায়।

তারপরও নিজেকে শান্ত রাখি। আর মাত্র কয়েকটা(!) দিন। এরপর তো আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু তা কি হয়? এই সব ভেজালমার্কা সময়ের মাঝেই সময় করে উঠতে চেষ্টা করি। সর্বপ্রকার বিনোদনবিহীনভাবে থাকা তো কোন সুস্থবুদ্ধিসম্পন্ন(!) মানুষের পক্ষে সম্ভব নয়? তাই এরই মাঝে হালকা একটু সময় হাতে নিয়ে হয়তো কোন একটা মুভি দেখতে বসলাম।

কিন্তু নাহ। তবুও কিছুতেই কিছু হয় না। একটা মুভি পুরোটা দেখে শেষ করি ৪-৫ দিনে!! একদিনে যদি ভেঙে ভেঙে দেখতে পারতাম, তাহলেও একটা কথা ছিল। কিন্তু তা'ও পারি না। কয়েকদিন মিলেই একটা ২ ঘন্টার মুভি দেখে শেষ করি।

এই সবকিছুর মাঝেই এই কয়েকদিনে ৪টি মুভি দেখেছি। একটা এর পূর্বেও কয়েকবার দেখা ছিলো। বাকি ৩টি আমার জন্য একেবারেই নতুন। যদিও মুভিগুলো মোটামুটি কিছু সময় আগের। যে মুভিটা এর পূর্বে আরও কয়েকবার দেখেছি, সেটার নাম ছিলো "দ্য আনটাচেবলস"।

কেন জানি না, আমার কাছে মুভিটা খুবই ভালো লেগেছে। তাই তো বারবার দেখি!(এটা নিয়ে আলাদা একটি পোষ্ট আসছে, কয়েকদিন পরে। ) তারপর দেখেছি "ওশেন'স ইলেভেন" এবং "ওশেন'স টুয়েলভ"। "ওশেন'স থার্টিন"টা দেখে কেমন যেন লেগেছিল। তাই আগের দুইটি দেখা হয়নি জন্যই দেখা।

ভালোই লেগেছে। "ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য রাইডার্স অব দ্য লষ্ট আর্ক" মুভিটি দেখতে বসেই কেমন যেন পরিচিত পরিচিত মনে হল। মুভিটির কাহিনী কি কোথাও পড়েছি? মনে তো হয় না। তাহলে? ট্রেইলার তো দেখিইনি। তাহলে কেন পরিচিত মনে হচ্ছে? আরেকটু এগোতেই হুট করে মনে পড়ে গেলো, "মাসুদ রানা" সিরিজের একটি বইয়ে পড়েছিলাম।

হুবহু একই ঘটনা। যার ফলে মুভিটি দেখার মত আর রুচি ছিলো না। তারপরও দেখলাম। পুরোটা দেখার পর মনে হল, "মাসুদ রানা"র বইতে এই মুভিটা ফুটিয়ে তুলতে পারেনি। উল্টো মুভিটি দেখেই মজা পেলাম।

ইদানিং এই হয়েছে এক জ্বালা! "ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অব দ্য ডুম" দেখতে গিয়েও একই কাহিনী ঘটেছিলো। তখনও মনে হয়েছিলো, মাসুদ রানা'তেই আগে পড়েছি। আসলেই তাই। মেজাজটা তাই চরম খারাপ হয়। কোনটাতেই মজা নেই।

আবার বর্তমানকালের মুভিগুলো দেখতে গেলে কেন যেন আমার নাক-কান দিয়ে ধোঁয়া বের হওয়ার উপক্রম হয়। এত ভাঙচুর দেখতে আর কত ভালো লাগে? আমি যে মুভিগুলো বর্তমানে ডাউনলোড করি, সেগুলোর বেশিরভাগই থাকে ২০০৪ সালের আগের। বর্তমানের, তথা ২০০৮-২০০৯ সালের কয়েকটা মুভি দেখার শখ হয়েছিল একবার। করলাম ডাউনলোড কয়েকটা। দেখেই মেজাজটা পুনরায় খারাপ।

বুঝলাম, এই মুভিগুলো আমাকে আরও ১০ বছর পরে দেখতে হবে। একটা মুভি দেখতে গিয়ে দেখি, সবই খালি ডুবে! নগর-শহর-দেশ-পৃথিবী, সবকিছুকেই যেন ডুবে যাওয়ার নেশায় পেয়েছে। আরেহ! পৃথিবী কি একটা নৌকা নাকি? যদিও জানি, জলবায়ুর ব্যাপার আছে কিছু। কিন্তু তাই বলে কি পুরো মুভিতেই ডুবাডুবি ভালো লাগে? ধুররর!! গেল এইটা। এরপর আরও কয়েকটা দেখলাম।

ফল, যেই লাউ সেই কদু। কাজেই আবারও ফিরে গেলাম পূর্বের সময়টাতে। আহা! কি সেই সময়ের মুভিগুলো!! সে যাই হোক, দৌড়ের উপরে থাকার কারণে আমার প্রিয় একটা জিনিসের কথা ভুলে গেছি। টেনিস। আমি যে কেমন কঠিন টেনিস প্রেমিক, সেটা এই ব্লগে আমার পরিচিতজনেরাই জানেন।

নতুন যারা এসেছে এই ব্লগে, তারা এই ব্যাপারে কিছুই জানে না। তবে দুঃখের ব্যাপার হল, টেনিসকেই ভুলে যেতে বসেছি বোধহয়। দেখা হয়নি অনেকদিন ধরে। গতবছরের ইউএস ওপেন চলাকালীন সময়ে আপনাদেরকে অনেক জ্বালিয়েছি। এবার বোধহয় সেটা হবে না।

এমাসের ১৮ তারিখ থেকে শুরু হতে চলেছে অষ্ট্রেলিয়ান ওপেন। আগেরবারগুলোর এবারের খেলাগুলো দেখতে পারবো না। সেজন্য খারাপ লাগছে। এর মাঝেও তো দেখার চেষ্টা করবোই। যতগুলো পারি, দেখবো।

দেখি, কি করা যেতে পারে। -------------------------------------------------------------------------------- সবাইকে ধন্যবাদ, পোষ্টটি পড়ার জন্য। আসলে এখন কিছুটা সময় হাতে পেয়েছি, তাই এই পোষ্টটি দিলাম। জানি না, আর কয়দিন আমার অবস্থা এমন থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

সবার দিন কাটুক আনন্দে, এই কামনা থাকলো।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।