আমাদের কথা খুঁজে নিন

   

আমার দিনকাল

আমি জানি আমার দেখা সব স্বপ্ন পূরণ হবে না। তবে কথায় আছে "মানুষ তার স্বপ্নের সমান বড়। "তাই হাল আমি ছাড়ছি না।

কয়েকদিন পর আমার পরীক্ষা শুরু হবে। পরীক্ষার নাম ১ম সাময়িক।

আমি সবসময়ই এ পরীক্ষায় খারাপ করি, আশানুরূপ ফলাফল করতে পারি না। একারণে এ পরীক্ষাটাকে আমার ভালোও লাগে না। মাঝে মাঝে মনে হয় আগেকার দিনের system টা অনেক ভালো ছিল,বছরে মোটে দুইটা পরীক্ষা। কোন দুঃখে যে বছরে তিনটা পরীক্ষার system করা হলো,তা উপরওয়ালাই জানে! যাই হোক,যতই ভয় করুক না কেন,এ পরীক্ষাটা আমাকে দিতেই হবে। তাই ভয় পেয়ে লাভ কি? কিছুদিন ধরে সবকিছু খুব বিরক্তিকর মনে হচ্ছে।

মনে হচ্ছে আমি নিজে যেন Robot হয়ে যাচ্ছি। এ মনোভাবটা খুব বিরক্তিকর। তাই সবকিছু অসহ্যকর মনে হচ্ছে। আমার চিন্তাভাবনাও কিছুটা উলটপালট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব।

সম্ভবত আমার এ feeling টা হচ্ছে ১ম সাময়িক পরীক্ষার কারণে। এ বাজে পরীক্ষাটা শেষ হলে আমি আমার এই ফালতু মনোভাবটা আশা করি ঝেড়ে ফেলে দিতে পারব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।