নাক দিয়া পানি পড়তাছে তো পড়তাছেই। পুরাপুরি শৈল্পিক আকারে। একবার বাম দিক দিয়া একবার ডানদিক দিয়া। নাক মুছতে মুছতে ছালও উঠি উঠি করতাছে।
একেক বার যখন হাইচ্ছো দিতাছি মনে হইতাছে বাপ দাদার সম্পত্তি এই আত্মা খান কাইপা কাইপা উঠতাছে।
sorry আর god bless arunav পুরা কবিতার ছন্দে বের হইতাছে।
আমার এই হাইচ্ছোরা মনে হয় আড্ডাবাজ টাইপের হাইচ্ছো। একা আসতেই পারে না। ১০/১২ টা বন্ধু বান্ধব না থাকলে এর মন ভরে না। তাই আশে পাশে যখন পাবলিক থাকে ভদ্রতা কইরা sorry এর কবিতা কই ( এক্সকিউজ মি কইতে পারি না শুধু মুখ দিয়া বাইর হয় কুইজ মি...যদি কোনো শুভাকাংখী কুইজ মি শুইনা আমারে কুইজ করা শুরু করে সেই ভয়ে শুধু স্যরি ই কই)।
আর আশে পাশে যদি কেউ না থাকে তখন নিজেরে শুনায়ে কই god bless arunav। কেউ তো আর আমারে ব্লেস করবো না তাই নিজেই নিজেরে করি।
নাক দিয়া পানি পরার সাথে সাথে জ্বর ভাইজান কইতাছে তোমার নাকি নাক দিয়া পানি পড়তাছে তাই দেখতে আসলাম। কত বার কইলাম আইস না আইস না এখন আপ্যায়ন করতে পারুম না কে শোনে কার কথা। আইসা কয় যে দুই চার দিন থাইকা যাইতেছি কিন্তূ।
আমিও মুখ গোমড়া কইরা কইলাম শখ করছ ... শখের দাম লাখ টাকা...যাও থাইকাই যাও।
সাথে আবার কাজিন রেও ( মাথা ব্যাথা ) নিয়া আসছে। সেইকাজিনের আবার পায়ের তলায় শরিষা। সারা মাথা জুইড়া লাফায় বেড়াইতেছে আর নাচতাছে।
তামাকের বারবিকিউ সব সময়েই আমার পছন্দ।
শুধু পছন্দ বললে কম হবে অন্যতম পছন্দ। কিন্তু এই অসাধারন খাবারের স্বাদ যে এত বিশ্রী হতে পারে তা এখন হাড়ে হাড়ে টের পাইতেছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।