আমাদের কথা খুঁজে নিন

   

দিনকাল

যেভাবে বেঁচে থাকে একটি ঘুনপোকা অথবা উড়ে উড়ে বেড়ানো গঙ্গা ফড়িং । আমি ও তেমনি ভাবে বেঁচে আছি , দিন আর রাত্রির চিরায়িত নিয়মে । কখনো আনমনে কখনো প্রয়োজনে ঘুনপোকা কেটে যায় কাঠ । গঙ্গা ফড়িংও যেমন ইচ্ছে আর অনিচ্ছেতে উড়ে যায় এডাল থেকে ওডালে । আমি ও তেমনি ডেরা ছেড়ে বেরিয়েপরি ভিশন প্রয়োজনে আর নিতান্ত অপ্রয়োজনে । বাকিটা সময় চুপচাপ বসে থাকা নির্বিবাদে খট খট করে কী বোর্ড চাপে , আর খস খস করে বইয়ের পাতা উল্টায় কেও । আর আমি একটা মরা আরশোলা যেভাবে উল্টে থাকে নড়া চড়া নেই , নেই শব্দ, অহেতুক কোলাহল তেমন আছি , বেশ ভালো আছি আজকাল ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।