আমাদের কথা খুঁজে নিন

   

দিনকাল



সোনার খাচার ভাঙা দরজা, দুলে এপাশ ওপাশ। মিশে আছে শূন্যতার নীল কষ্ট নিয়ে। জং ধরা শেকল শেষ কৃত্বের প্রহর গুনে। অচেনা ব্যথার পথ জুড়ে বর্ষার মেলা, জল বয়ে যায়, ক্ষয়ে যায় আশা। পড়ে থাকে তলানীর শেষ বিন্দু। কতকাল দেখিনা শিউলী ফুল,শরৎকি মুছে গেছে ঋতু থেকে?না হয়ত ক্ষয়িষ্নু জীবনের রং অনেকটাই শুকিয়ে গেছে,পড়ে আছে ধূলোমাখা ক্যনভাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।