আমাদের কথা খুঁজে নিন

   

দিনকাল

কি আর বলবো!

রেডিওতে একটা গান শুনায়। When I get older, I will be stronger.. পুরাটা মনে নাই। খারাপ না। ডাউনলোড করতে হবে। রাতে বাসায় ঢুকতেই বসের ফোন।

কালকে কিন্তু স্যারকে প্রেসেন্টেশনটা দেখাতে হবে। বস এখনোতো রেডি হয়নাই। যতটুকু হইসে। কালকে আমি আট্টায় চলে আসবো। ওকে? বেশিক্ষন সময় লাগবেনা।

তাজা ঘুম ভেন্গে মোবাইলটা কান ঝালাপালা করে দিল। দোস্ত চিটাগাং যাচ্ছি। এতো রাতে? কাম আসে। শুন তুই এই উইকএন্ডে চলে আয়। মজা হবে।

নারে দোস্ত। পরীক্ষা আসে। ও তাহলে থাক। তুই মামুনরে কৈসোস্‌? হ্যা বেটারে ফোন করসিলাম। ওকে দোস্ত ঘুমা তাইলে।

ওকে সাবধানে যাইস। আল্লাহাফেয। বাসা থেকে বের হলেই ডার্লিং এর কথা মনে পরে যায়। বেটি এখনো আই সি ইউতে। ফোন করলাম: স্লামালাইকুম বস কি ব্যাপার আর কতদিন লাগাবেন? এই তো বস কাজতো প্রায় শেষ।

এখন টুকটাক টেউনিংএর কাজ চলতাসে। চাক্কার এলাইনমেন্ট ঠিক হইসে? কাজ চলতাসে বস, হয়ে যাবে। আপনারা এই হয়ে যাবে করে করে তো সারাজীবন লাগায়ে দিলেন। না বস, একটু দেরি হইতাসে তয় বস কাম খুব ভাল হইতাসে আপনে দেইখা যান। ওকে কালকে আসবো।

ওকে বস আসেন। আর বস যদি একটু টাকা পয়সা আরো কিসু দিতেন। কালকে আপনার সাথে বসে সব দেখবো তারপরে। সমস্যা নাই বস আমার কাছে সব হিসাব লিখা আসে। ঠিক আছে।

অফিসে এসে দেখলাম বস অলরেডি বোর্ডরুমে কিসের যেন মিটিং। তাই একটু লিখতে বসলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।