রেসেকা হেঁটে যাচ্ছিল বিষুবরেখা বরাবর। আচমকা আলোর প্রস্থানে পৃথিবীতে অন্ধকার জ্বলে উঠল। অন্ধকারে দৃষ্টি গলিয়ে সে দেখতে পেল সর্পিল একটা পথ চলে গেছে অরণ্যের গহিনে। পথে নেমে সে ভাবল, অরণ্য তার কোনো গন্তব্য হতে পারে না। হৃদয়কেন্দ্রে অনুভূত হলো, বৃক্ষদের শিকড়ের পিপাসা জলের গভীরে বিস্তৃত। সে ধাবিত হতে লাগল জলাশয় কিংবা সমুদ্রের দিকে। জলে নেমে জোঁক অথবা কুমির দেখতে পেল কিনা তা স্মরণ করতে পারছে না রেসেকা।................ 'অস্তিত্বের অশ্রুপাত' গল্পটি এভাবে শুরু করে আর এগুতে পারছি না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।