আমাদের কথা খুঁজে নিন

   

রাত্রির গান

শাফিক আফতাব রাত্রিশেষ। কয়েকটি বেশ্যা সারারাতভর হাড়ভাঙা খাটুনি খেঁটে বড়ই ক্লান্ত। সেই সাথে ক্লান্ত সবজি বোঝাই ট্রাক, গাঁজা, মদের দোকানি, আর নিয়নবাতি_ ঢুলঢুল ঘুমে নুয়ে পড়ছে পুলিশের নাইট টহল পিকআপ ভ্যান, নিজস্ব ছাতি: আজ রাতে অবশ্য কবিতা লিখেছে আমাদের নবীন কবি রজনীকান্ত। এখানে, এই শহরে; আঁধার নামার সাথে নামে রঙিন কারূকাজের হরেক কারিগর, তারাপদ লেনের ঘুপসি ঘর থেকে কারওয়ান বাজারের পাঁচতারা হোটেলের রঙিনরুম_ একটিমাত্র সূত্রের অঙ্কের সমাধান টানতে সবাই ঝাঁপ দেয়, গোপণ গহ্বর ; রাতের আঁধার কারো কাছে হয়ে ওঠে যন্ত্রণার কারো ফুলে ফলে ভরা ফাগুনের মৌসুম। নবীন সুরকার সুর তোলে ছন্দের ব্যঞ্জনায় নবীন কবি লেখে পদাবলি গান, সিনেমার নবীন নায়িকা আনন্দের তালে ফড়িংএর মতোন নাচে ঝংকারে ওদিকে পুরান সুরকার কবি আর শিল্পীরা যন্ত্রণায় হাসপাতাল যায় যায় পরাণ_ ওদিকে ব্যান্ড সংগীতের তালে মধুকর, রঙিন ঠোঁট লেগে রেখেছে ভেজা অধরে। রাত্রিশেষ। তবু রঙ, কত ঢঙ, কত সঙ আঁধারের তারে ওঠে বেজে কত কীর্তি কত স্মৃতি কত প্রীতি রাত্রিরকোলে গোপণ দেরাজে। ০৮.০৭.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।