কি আর হবে অঙ্গে ধরে নকল রুপের বায়না.... ও রুপ দেখে চোখ ভোলে গো, মন ভোলানো যায় না
আমার দীর্ঘ কবিতার রাত
কোথাও কোনো অজানায় নীভে গেছো তুমি,
আমার নিঃশ্বাসের ভাঁজে নেই অস্তিত্বশীল কিছু
সব যেন বিরাণ নৈর্ব্যাক্তিক মরুভুমি ।
আমার দীর্ঘ কবিতার রাত
মায়াময় কল্পনার মিছে ঘর বাড়ি,
পলাতক প্রাণ নিয়ে বিপরীত বয়ে যায় স্রোত
তুমি যৌক্তিক তাই পরে আছো রক্তিম লাবন্যময় শাড়ি ।
আমার দীর্ঘ কবিতার রাত
জলের মতোন কাঁপে হৃদয়ে পুরাতন অসুখ,
তোমার ভঙ্গুর স্মৃতি ভুলে গেছো অতীত
পূর্বাপর যতটুকু ভুলে গেলে পাওয়া যায় সুখ।
আমার দীর্ঘ কবিতার রাত
মেঘ নিয়ে ম্লান মুখে চেয়ে থাকে চাঁদ,
তোমার ঘরের ছাদে কামনার ছবি আঁকা
মৃদু স্পর্শে তুমি ক্রমাগত ঢেলে দাও মাংসের স্বাদ।
আমার দীর্ঘ কবিতার রাত
ও তুমি বুঝবে না, কে কবে বুঝতে পারে কবিদের শোক !
চাঁদের বুকের ক্ষত কতটুকু বোঝা যায়
পৃথিবীতে রাখো যদি স্থির দু’চোখ ?
( রাত্রির গান, ২৬/০৮/২০১৩, রাতঃ ২টা ৩৫ )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।