আমাদের কথা খুঁজে নিন

   

রাত্রির কান্না

আমার না বলা যত কথা এই গোধূলি লগ্ন, এই মায়াময় ক্ষণ বাতাসে ফুলের মৌ মৌ মাতাল গন্ধ ভ্রমরের গুনগুন গুঞ্জনে কেঁপে ওঠে ফুলের নরম কোমল তুলতুলে পাপড়ি তবুও কিসের এত হাহাকার? ধূসর সন্ধ্যায় নির্জন প্রান্তরে রাত্রির আগমন করুণ আর্তনাদে আমাকে করল গ্রাস বুকে যন্ত্রণার পাহাড় আর গাঢ় অন্ধকার চোখ ভরা সমুদ্রের অথই নোনা জল পিঠে দীর্ঘ লৌহ দণ্ডের শপাং শপাং রক্ত ঝরা শিহরণ ---দূর হতে বহুদূরে অস্ফুট আর্তনাদে ভেসে আসে রাত্রির কান্না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।