এইতো!
আঁধার এলে আকাশ ঘুমায়
জ্যোতিস্ক শিশুগুলো এলোমেলো বসে থাকে
চন্দ্রদিদির গল্প শুনবে বলে
রূপকথার রাজা-রানি রাক্ষসের দেশে
জ্যোতিস্ক শিশু লুকোচুরি খেলে ভয়ে উত্তেজনায়
এভাবে গভীর হয় রোমাঞ্চিত আঁধার
সব আঁধার মানে ঘুম নয়
কেউ কেউ জেগে থেকে আঁধারকে ঘুম পাড়ায়
জেগে থাকা মানুষের পরম আদরে
কারো কারো বিছানায় শব্দহীন ঘুমায় আঁধার
কোন রাতে আমার বিছানায় রাত্রির মৃতপ্রায় ঘুম
আমি জেগে থাকি বলিষ্ঠ পাহারাদার
কর্তব্যে অবহেলা নেই, স্বপ্নেও না
কখনো কখনো অনুভব করি স্বপ্নীল অবহেলা
এভাবে আঁধার জ্যোতিস্কশিশু চন্দ্রদিদির সাথে
আমার কোন কোন রাত রূপকথার মতো মনে হয়
ভয় উত্তেজনা আর স্বপ্নীল অবহেলায়
ঘুমগুলো চলে যায় চাতকের চোখে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।