শাদা পরচুল অন্ধকার নির্লিপ্ত আহ্বান করে যায়, আমাদের ক্লান্ত প্রাণ
বিশ্ব চরাচর ঘুমিয়ে পড়ে, রাত্রির এই বর্নিল অন্ধকারে।
চলে নিদ্রায়জন, দিবানৃত্যের শেষ মুদ্রা, ভুলে যায়
মানবেরা। বিছানায় পতন ঘটে নিদ্রালু জড় দেহের,
জেগে থাকে বুড়ো পৃথিবীটা তবু । প্রত্যাশা তার
ক্লান্তি হীন, সূর্য উদয় দর্শণে । রাতজাগা শ্রমিকের
দল, সদা ব্যস্ত নিশাচরের মত ।
অসামাজিক কত
হায়েনাদের ভীড়ে, হারিয়ে যায় রক্ষীর দল । নিভে
আসে ম্লান লণ্ঠন তাদের । বিশাল আয়োজনে রাতের,
শ্বাপদেরা নিশ্চুপ, নির্ঘুম ।
...........................মৃত্যু শ্বাশ্বত তাই, ঘুম নয়;
উপলব্ধি আমার । ঝুলে থাকা হিমরক্ত, দেয়াল বাসী
হলদে প্রাণীটিও সম্মতি জানায়, চিরচেনা টিকটিক শব্দে ।
রাত্রিকালীন সভায় মত্ত হয়, পাড়াতো সারমেয়োর দল ।
চালায় অন্বেষণ রাতের খাবারের, দু শূড়ো আরশোলার
দল । হয়ত বাছারা জানতে চায়, শুধু খাবারের সন্ধান ।
না পেলেও ক্ষতি নেই, খেতে দেবে নিজের কাইটিন খোলস ।
সব শেষে নিরব চারপাশ ; শব্দের খেলায় মত্ত কবির দল,
ডোবে নিস্তব্ধতায় ।
এই অদ্ভুত শব্দহীন রাত, ভয় জাগায়,
মনে হয় মৃত্যুর আদিদশা । ঘুম তাই মৃত্যুর পদধ্বণি নিয়ে
আসে । টুকরো মৃত্যুরা নিয়ে যায় পরম বিনাশের কাছে ।
তারিখ : ১২/০৭/২০১১
উৎসর্গ : ব্লগার শোশমিতা কে । আমি ঠিক জানি না, উনারা কি জন্য এখন ব্লগে এত ইরেগুলার ।
হয়ত এখন, বেনটেন যায় স্কুলে । তার মা করে চাকরি । তবে যাই হোক, হাসি খুশি আপুটা আবার নিয়মিত হবে- এই কামনায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।