আমাদের কথা খুঁজে নিন

   

রাত্রির জন্য ক'য়েক ছত্র



সূর্যস্নানরতা সেই কিশোরীকে এন জুলফিকার তোমার গোলাপী বুকে আলোরাও এঁকে ফেলে পথ, ওষ্ঠের সুধা সেও চেটে খায় তস্কর রবি ; তখন জলেরা দেখে থামের আড়ালে থাকা দ্বীপ, কে যেন কেবলই খোঁজে খুঁজে যায় কোনো এক দূরতর মুখ। এমন সুরভি দিনে ও মুখে বিষাদ কেন আঁকো ? একটু হাসো তো মেয়ে --- দ্যাখো, দ্যাখো, পিয়ের রেনোয়া আজ তোমাকে আঁকতে গিয়ে আনমনে অনুক্ষণ নিজেকে ভাসায় ...। ২০.০৫.০৯ বেলা ১ টা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।