আমাদের কথা খুঁজে নিন

   

ভোদাই নাস্তিক

Sufficit huic tumulus, cui non sufficeret orbis বহুত ভোদাই দেখসি কিন্তু "ভোদাই সমাসের" মত এরুম ভোদাই আগে দেহি নাই। হের প্রিয় পোস্টে ঝুল্তাসে "আসিফের:নিধার্মিক কথন" আর "হোরাসের:আস্তিক ভাইয়েরা আপনাদের দেহে নাস্তিকদের দেহ থেকে আসা অনু-পরমানু দিয়া কি করবেন"(এতক্ষণে হয়ত মুইছা ফালাইছে,তয় ছবি তুলা আছে),সেই তিনি এহন ইসলামের বয়ান দেয়া বিরাট মাওলানা। ঘন ঘন ইসলামী পোস্ট প্রসব করা,ইসলামী ফতোয়া দেয়ার(অবশ্যই সুন্দর কৈরা নাস্তিকীয় পন্থায়) বিরাট আলেম তিনি। ব্লগের কিছু মজকহীন(!) আস্তিক আবার উনার বিরাট ভক্ত খুবই মনোযোগ দিয়া উনার বয়ান শুনে,এডির মাথায় যে কি আছে আল্লামালুম(আমি যদি আমার কথার আগে আর পরে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুভহানাল্লাহ এইসব কয়া হেরপর কই আমার ঘরে আইজকা একটা পিপড়া হাতি প্রসব করসে আবার মনেহয় এডি ঐডাও বিশ্বাস করব শুধু বিসমিল্লাহ,আলহামদুলিল্লাহ,সুভহানাল্লাহ কওনের লিগা)। আহেন এই বিরাট কামেল আলেমের কয়েকটা পোস্টের নমুনা দেহি আপনার বাড়ির কাজের মেয়েটি যুদ্ধবন্দীনি বা ক্রীতদাসী নয়।

তাদের প্রতি কুনজর দেয়া ইসলামের দৃষ্টিতে হারাম! সংকলন পোস্টঃ স্বয়ং আল্লাহপাক যা হালাল করেছেন, তাকে মন্দ মনে করে ঈমান হারাবেন না। ব্লগের বাঘ, বায়তুল মোকাররমের মেকুর নাস্তিককূল এবার হজ্জের বিরুদ্ধে লেগেছে সহিহ ইসলামী উপায়ে জবেহ করুন হারানো ঈমান পুনরুদ্ধারে করণীয়সমূহ স্বয়ং আল্লাহপাক যা হালাল করে দিয়েছেন, তাকে হারাম মনে করা গর্হিত কাজ এবং ঈমান ধ্বংসের কারণ-১ ভোদাই,রিভার্স খেলতে ঘটে ঘিলু থাকন লাগে,হাটুর নিচের ঘিলু দিয়া হয় না। যাও তোমার নাস্তিক নবী ডকিন্সের কাছ থিকা আগে এই বিষয়ে ছবক নিয়া আহ। তবে এইডা ঠিক ব্লগের মজকহীন(!) আস্তিকগুলা এইডা ধর্তার্বনা,কারণ হেরা তুমগো মত এমুন কূটবুদ্ধি নিয়া ব্লগে আহে না। আমগো দেশের বেশির ভাগ মানুষী খুবই সহজ-সরল,এগো চিন্তা ভাবনায় তুমগো মতন এমন কূটবুদ্ধি-ফাতরামি-ইতরামি নাই।

এহন এগো এই সরলতা নিয়া জেডি ইতরামি কর্তারে ঐডি যহন আবার মূল্যবোধ-মানবতা নিয়া কপচায় তহন মনেহয় ধৈরা থাপরাইয়া কানপট্টি লাল কৈরা দেই। নাস্তিকতা প্রচার করনের লিগা কেন তুমগো ছুপা মুল্লা সাইজা ইতরামি করণ লাগব,তোমার নাস্তিক পরিচয় দিয়া ঐডা প্রচার করনে সমস্যা কই? আস্তিকরাতো হুনি বহুত খারাপ ব্লা ব্লা ব্লা মাগার ব্লগে তো আইজ পর্যন্ত দেহ্লাম না কোনো আস্তিক নিজে নাস্তিক নিক নিয়া এইরূম ফাতরামি কর্তে(আইজকার পর থিকা আমি নিশ্চিত কিছু নাস্তিক,এহন নতুন নাস্তিক নিক নিয়া ইতরামি করব। হেরপর প্রমান কর্তে চাইব ঐডা আসলে একটা আস্তিক নিক,ইচ্ছা কৈরা নাস্তিকগো পচানির লিগা ঐ কাম কর্সে)। মানুষরে পরিবর্তনের আগে নিজের ভিতর্ডা ব্লিচিং পাউডার দিয়া ভালো কৈরা পরিষ্কার কৈরা আহ। সংযুক্তি:এক নাস্তিক ব্লগারের কমেন্ট নিয়া যখন ব্লগ উত্তাল তহন উনার পোস্ট "আবাল তোরা চইলা গেলেই কি আর থাকলেই কি? পোস্ট ড্রাফট করলেই কি আর উদাম রাখলেই কি??",ঐ পোস্টে ব্লগের সব নাস্তিক গিজগিজ কর্তাসে,১৪নং মন্তব্যে দেহেন আসিফ মহিউদ্দিন:ধর্মান্ধ মুক্ত ব্লগ চাই, মৌলবাদ মুক্ত ব্লগ চাই লেখক:ধর্মান্ধ মুক্ত ব্লগ চাই, মৌলবাদ মুক্ত ব্লগ চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.