আমাদের কথা খুঁজে নিন

   

ভোদাই সমাচার ...!!!

এ জগতে হায়, সে ই বেশী চায় আছে যার ভূরি ভূরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। । ফেসবুকে ঢুইকাই শুরু হইয়া গেল আমার, ভোদাই দর্শন। কত্ত যে ভোদাই রে ভাই, কি কমু।

আজীব সব চিড়িয়ার আজীব মার্কা পার্ফেক্ট ভোদাই খবর। শুরুতেই দেখলাম:দিগন্ত টিভির ট্যাগ মারা ভিডিও রিপোর্ট,"এক গ্রামে এক মোরগ আল্লাহ আল্লাহ ডাকতেছে। দেখলাম ভিডিওটা, মাথা নষ্ট আসলেই তাই.. মোটামুটি ব্যাপক স্পষ্ট। যদি কোনরকম সাউন্ড মেনিপুলেশন না হয়, তাইলে তো ব্যাপক বিপদ। চিন্তা করলাম ব্যাপারটা কি?!শুরু হইল আমার কুত্তা খোঁজা কর্মসূচী।

ভাবলাম আসলে কি কারণে মোরগটা এরকম রোজার ঈদের রাইত থেকে আল্লাহ ডাকা শুরু করল। খবর পাইলাম ইন্দোনেশিয়ায় যাইয়া (বাস্তবে না, ইন্টারনেটে), মুস্তাফা নামে এক ইসলামী বিদ্যাপীঠের ছাত্র এক আজীব ভ্যবসা শুরু করছে, মোরগ বেঁচা। কিন্তু এই মোরগগুলান যে সে মোরগ নারে ভাই, একেকটা মোরগ ৫০ থেকে প্রায় ৬০০ ইউ এস ডলারে বিক্রি হয়, কারন এগূলা ক ক ক কইরা সকালের কাঁচা ঘুমের ১২ টা বাজায় না, রীতমিতো মানুষের মত হা হা হা কইরা হাসে। কিন্তু এইগুলা মিরাকল হিসেবে বিক্রি হয় না, হয় ট্রেইন্ড হিসেবে। বেচারা মুস্তাফা আস্ত ফার্ম বানাইয়া বসছে এই আজীব মোরগ বিক্রি করার।

তখন বুঝলাম নানা কারনে মানুষের গলার আওয়াজ যেরকম পরিবর্তন হয় বা বোবা হয়ে যায় ঠেক সেরকম পশূ পাখীর ক্ষেত্রেও হয়। মোরগের আওয়াজ এমনিতেই একটু টানা ধরনের, কোন একটা আঘাতে বা শকে মোরগের আওয়াজটা একটু বিকৃত হইয়া এই দশা. অথবা জবরদস্ত ট্রেইন্ড। এইবার ভাবেন টিভি চ্যানেলর কাম দিগন্তের মোরগা বাবা মোরগ বাবা অনেকেই এইবার ভাববে যে শুধুমাত্র ধর্ম পালনকারী আর মগা মার্কা দিগন্ত টিভিই এইরকম বেকুব মার্কা কাম করে এবং মনে মনে লোলে লোলান্বিত হইয়া যাইবো। কিন্তু না, বি বি সি/সি এন এন ও কম যায় না। ২০০২ সালে ব্যাপক জ্ঞানীর দল প্রকাশ করল ২০০ বছরের মধ্যেই নাকি পৃথিবীর সমস্ত ব্লন্ড হারাইয়া যাইব কারণ ডব্লিউ এইচ ও এর গবেষনায় কইতাছে ব্লন্ডনেস একটা রেসেসিভ জিন থেকে উৎপত্তি যারা ধীরে ধীরে মরে যাচ্ছে।

ডব্লিউ এইচ ও রে জিগাইয়া জানা গেল অরা জিবনেও এই রকম রিসার্চ করে নাই। ভাবেন তো ভোদাই কেমন!!ব্লন্ড হোক্স আরেক খবর পাইলাম কোরআন অবমাননার কারনে নাকি এক মহিলা কুত্তা হইয়া গেছে, তার আবার বেশ কয়েকটা ছানা পোনাও হইছে। যা বাব্বা, বলে কি? দেখা গেল ওইডা আসলে একজন অস্ট্রেলিয়ান আর্টিস্ট এর স্কাপচার যার নাম প্যট্রিসিয়া পিকিনিনি আর আর্টটার নাম উই আর ফ্যামলিী। কুকুর মাতা আরেকবার খবর পাওয়া গেল আদ জাতীর লাশ পাওয়া গেছে। ইন্ডিয়া দাবী কইরা কয় এইটা নাকি ভীম এর পোলা ঘটোকচ এর লাশ, পাওয়া গেছে ইন্ডিয়ায় আর আরেকদল দাবী করল গোলিয়াথ।

যাই হোক এইডা হইল আসলে একটা ম্যমথ জাতিয় প্রাণীর ফসিল আর ওয়ার্থ ১০০০ নামে একটা প্রতিয়োগীতার ফলাফল। বিশাল মানব বিজ্ঞানীরাও কম যায় না , পিল্টডাউন ম্যান নামে একটা মাথার খুলি পাইল এক বিজ্ঞানী নাম হইল চার্লস ডসন। তার দাবী হইল এইটা নাকি বান্দর আর মানুষের মাঝামাঝি হারাইয়া যাওয়া লিংক। আসলে ওইটা হইল একটা প্যালিওন্টলজি ফ্রড। বোঝেন এইবার কি বিস্ময়কর বিজ্ঞানী, যে ফ্রড আর বাস্তব ঠাহর করতে পারে না হে আইসে পাবলিকরে জ্ঞান দিতে।

আধা মানব এই তো গেল জ্ঞানী মার্কা ভোদাই কির্তী, আরো আছে ম্যাংগো ভোদাইর দল ১০ মাথা বা ৩ মাথা ৭ মাথা সাপ, দেইখাই একদল সুবহানাল্লাহ কইয়া মুখের ফেনা তুলতে আছে মনে হয় ফেনার ফ্যাক্টরী দিবার চায়, আর মনে মনে ভাবে কত জানি পুণ্য হইল। অগোরে বিশ্বাস ই করাইতে পারি না যে এইডা ভূয়া, নে দেখ এইবার। নেপালে নাকি গম্বুজ একা একাই উইরি গিয়া মসজিদে বইয়া পরে, আবে মহা ভোদাই গুলা কয় এইডাতো হাছা, নাইলে ভিডিও হইলো ক্যামনে!! ক্যাবল কার সিস্টেমে দড়ি দিয়া টাইনা উডাইছে এই গম্বুজ আজব গজব গম্বুজ জার্মানীর বনে নাকি পুরা কালেমা লেখা আছে। এইডা এমন এক গাজাখোরী ব্যপার যে রীতিমতো পোস্টার আকারে বাংলাদেশে বিক্রি হয়। মানুষ তো হাহাকার, আমি নিজেও একসময় মনে করতাম এইডা মনে হয় হাছা, আসলে এইডা মিশরের এক মেডিক্যাল প্র্যকটিশনার, নাম সায়ীদ খুদরির আঁকা চিত্র।

বোঝেন দেখি কান্ড টা। মিরাক্কল বৃক্ষস আরো বহু ভোদাই কান্ডকারখানা আছে। এরা আল্লাহরে নিচে নামাইয়া আইনা বিশ্বাস করতে চায়। আরে বেকুবের দল আল্লাহর কথা মানতে কি মিরাক্কল লাগে ? নাকি মগজের ব্যবহার লাগে?এই রাম ভোদাই আর গাধার দলের লইগাই ধর্মের আরো বেশী ক্ষতি হয় এগুলা হাদারা বোঝেই না। কালা মনের ধলা মানুষের একটা লিংক দিলাম, এইখানে আরো গাধামী দর্শন আছে।

আয়নাতে ওই মুখ দেখবে যখন, গাধার চেহারা চোখে পড়বে তখন... **বেশ কয়েকটা ভিডিও লিংক দেওনের কথা ছিল, কিন্তু ইউ টিউব তো অফসাইডে গোল দিতে গিয়া আপাতত সাইডলাইনে আছে, সুতরাং দেওন গেল না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.