তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে... হায়রে আমার দেশ! একাত্তুরের শহীদদের কথা ইদানিং খুব মনে পড়ে। কেমন বোকা ছিলেন তারা! নিজেদের বুকের তপ্ত রক্ত ঢেলে দেবার আগে একবারও কেনো ভেবে দেখলেন না- কার জন্য কী করছেন? একেবারে ই বৃথা গেছে ত্রিশ লক্ষ্য প্রাণ। একেবারেই জলে ভেসে গেছে দুই লক্ষ্য নারীর সম্ভ্রম... লজ্জা লজ্জা... এই ’১১ তেও আমরা এখনো একাত্তুর নিয়ে গর্বে বুক ফুলাই, কিন্তু আগামী প্রজন্ম একাত্তুর নিয়ে হাসবে। হেসে লুটিপুটি খাবে। ত্রিশ লক্ষ্য মানুষ একসাথে এতো বড় ভুল করতে পারলো... ০২ নাসিক নির্বাচনে সেনা নামানোর কথা ছিলো মাঠে। নির্বাচনের মাত্র একদিন আগে সে কথা হাওয়া হয়ে গেলো। নির্লজ্জ ইসি জানিয়ে দিলেন- গোলযোগ হলে কমিশন দায়ী নয়। কেনোরে বাবা! কমিশন কেনো দায়ী নয়? আপনাকে কেনো কমিশনের সবচেয়ে বড় চেয়ারটা দেয়া হয়েছে? বারেবারে সাধারণ জনতাকে কলা খাওয়ানোর জন্য? ভোদাই বানানোর জন্য? কোন যুক্তিতে ইসি বলতে পারেন, গোলযোগ হলে কমিশন দায়ী নয়? নির্বাচন সুষ্টুভাবে করা তো কমিশনেরই দায়িত্ব। সেখানে ক্ষমতাসীনরা কেনো নাক গলাতে আসবে? ইসির পদ থাকার দরকার কি তাহলে? জানার অধিকার সবার আছে, দেশের একজন নাগরিক হিসে আমি জানতে চাই- হট্টগোলের ব্যাপক সম্ভাবনা থাকা সত্বেও কোন যুক্তিতে শেষ পর্যন্ত সেনা নিয়োগ দেয়া হলোনা? আর সেনা যদি না-ই দেয়া হবে, তবে আগে বলা হয়েছে কেনো? কোন অধিকারে সরকার জনগনের সাথে এমন হীন প্রতারণা করতে পারে? হাইকোর্ট এখন কই? কই আইন শৃংখলারক্ষার মহান দায়িত্ব পালনকারী সাহারা মরুভূমী! ধুর, এদের নাম মুখে আনলেই থুথু তে মুখের ভিতরটা ভরে যায়... ইসিকে বলছি, যদি নিজের ক্ষমতার ব্যবহার করার স্বাধীনতাই আপনি না পান, তবে পদত্যাগ করেন না কেনো? লজ্জা শরম সব বিলিয়ে দিয়েছেন নাকি? আগামী প্রজন্ম যখন সমালোচনায় নেংটা করে ছাড়বে আপনাকে, তখন কী করবেন? আর প্রধানমন্ত্রী! কী কথা ছিলো, আর কী করলেন? আপনার যোগাযোগ আমাদের যোগাযোগ ব্যবস্থার কোমড় ভেঙ্গে দিয়েছেন, আপনার অর্থমন্ত্রী শেয়ার বাজার চ্যারাব্যারা করে ফেলেছেন... আর আপনি তবুও সময় পান অস্ট্রেলিয়া ঘুরে আসার। কী আনলেন অস্ট্রেলিয়া থেকে? শালার দেশ, কতো দেশ ধ্বংস হয়ে যাচ্ছে... তুই হোস না ক্যান!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।