ভোদাই বাঙালি ভোদাই,
স্বপ্ন দেখে হুদাই।
নেতা চড়বে রথে,
থাকবে জাতি পথে।
গোল্লায় যাক দেশ,
নেতারা আছে বেশ।
ভোদাই বাঙালি ভোদাই,
আশা করে হুদাই।
নেতার দেওয়া আশ্বাস,
জাতি করে বিশ্বাস।
তেল মাইখা বাঁশে,
থাকবো জাতির পাশে।
ভোদাই বাঙালি ভোদাই,
ভোট দেয় হুদাই।
লুটপাটের দেশে,
কেউ নাই পাশে।
ভোদাই বাঙালি ভোদাই,
ফাল পাড়ে হুদাই।
দেশে কত শান্তি,
নেই কোন ক্লান্তি।
নিজের বলে নেয় আসি,
বল কেন সন্ত্রাসি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।