আমাদের কথা খুঁজে নিন

   

পুনরায় পোষ্ট- আমার ঘর একদিনের জন্য হলেও স্বর্গ হয়ে উঠুক।

প্রদীপ হালদার,জাতিস্মর। মানুষ তো মানুষকেই ভালোবাসে। মানুষ চিরদিন মানুষকেই ভালোবাসবে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা চিরকাল অটুট হয়ে থাকুক। পৃথিবীতে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই।

মানুষের ভালোবাসা পেতে গেলে মানুষকে ভালো কাজ করতে হবে। ভালো কাজে সব মানুষের ভালোবাসা পাওয়া যাবে। মানুষের মুখে ভালো কথা ফুটুক। যাওয়া আসার পথ ঘাট মানুষ পরিষ্কার রাখুক। তবেই তো মানুষের ভালোবাসা পাওয়া যাবে।

চারদিকে ভালো গান বাজুক। প্রাণটা আনন্দে ভরে উঠুক। ফুলের গন্ধে বাতাস ভরে উঠুক। আনন্দ পেতে গেলে আনন্দ দেওয়ার মতো কাজ করতে হবে। সুন্দর পোষাক সবার পরণে থাকুক।

দামী নয় কিন্তু পরিষ্কার পোষাক সবার মনকে আনন্দে ভরে তুলুক। সবার ঘর খুশীতে ভরে উঠুক। তখনই মানুষ বুঝবে স্বর্গ কাকে বলে ? আমরা সবাই স্বর্গে থাকতে চাই। আর সেই স্বর্গ আমরা বানাতে পারি। আমার ঘর একদিনের জন্য হলেও স্বর্গ হয়ে উঠুক।

কোন ঝগড়া নয়, নয় কোন খারাপ কথা। একদিনের জন্য হলেও আমরা ভালো হয়ে থাকবো। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.