আমাদের কথা খুঁজে নিন

   

পুনরায় পোস্ট ঃ ট্রাফিক জ্যাম এর সময় টা কতই না গুরুত্তপুর্ন ।

জীবন মানে এ গিয়ে চলো, ভাল থাকার প্রচেষ্টায় এগিয়ে যাই। কি ভাই কি ভাবতাছেন? জাক কইয়া ফালাই কেমনে এই টাইম টা গুরুত্বপূর্ণ। ছাত্রদের জন্য * বাসায় একদম ই পড়া হয় না তাই বাস এ উঠেই বই এ মনোযোগী। * বাসায় গাল ফ্রেন্ড এর সাথে একটুও কথা কইতে পারিনা, তাই বাস এ উঠেই ম্যাস আল্লাহ শুরু করে দেই। চাকুরীজীবী * বউ এর জালায় শান্তিতে ঘুমাইতে পারিনা , তাই বাসে উঠেই একটু ঝিমাইয়া নেই।

*ওহ কাজ কাজ আর কাজ, একটু পেপার পড়ার টাইম পাই না, তাই বাস এ উঠেই ''প্রতিদিন / সময় '' প্রত্রিকা মুখস্থ করে নেই। *সরকারি (সংরক্ষিত আসন) জায়গা পাইছি , যে ভাবেই হোক আদায় করেই ছারমু, এই সিট এ কোন মতেই পুরুষ দের বসতে দিমুনা। (বাসায় জামাই কে যে ঝারি গুলা দেই সেগুলার চর্চা প্রতিদিন সকালে ও বিকালে বাস এ পুরুষ দের উপর ) *আমরা সবাই এত আলসে হয়ে গেছি একটু বেয়াম করি বাস এর রড এ ঝুলে। *সারাদিন কত কাজ করি, বাস এ উঠে জ্যাম এ একটু বসে বসে বিস্রাম নেই। *গান আর গেইম খেলার একদম ই টাইম পাই না, তাই জ্যাম এর টাইম এ একটু গেইম খেলি আর গান শুনে নেই আর কি।

*আমি একজন সচেতন নাগরিক সেই হিসেবে দেশ এর সকল বিজ্ঞাপন তো আমার জন্যই বানায়, আমার একটা দায়িত্ত আছেনা তাই, বিলবোর্ড/ ব্যানার / দেয়াল লিখন / এড এগুলা এই সময় পড়ে নেই। *তাছারা ঢাকার সৌন্দর্য (সড়ক দ্বিপ) দেখি আর গাছ এর গবেষণা করি। আরও কত কত কাজ করি আমরা জ্যাম এর টাইম এ, তাই এই টাইম টা বড়ই গুরুত্ত বহন করে। কে বলে আপনার টাইম কিল হয় ? জ্যাম এ বসে বসে? আপনি কি কি করেন কমেন্টে জানাতে ভুইলেন না। সুত্র ঃ বাংলাদেশ পাবলিক বাস ও তার যাত্রী।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.