প্রদীপ হালদার,জাতিস্মর। মানুষ যখন বেড়াতে যায়, তখন সঙ্গে বেশ কিছু জিনিসপত্র নিয়ে যায়। জিনিসপত্র না নিয়ে কি বেড়াতে যাওয়া যায় ? সব মানুষই বলবে না , বেড়াতে যাওয়ার সময় বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যেতে হয় ।
আমি বলবো-যত কম জিনিস সঙ্গে নেওয়া যায় তত ভালো । তাতে বহন করতে কম কষ্ট হবে ।
নইলে জিনিস বহন করতে কষ্ট হবে আর তাতে বেড়ানোর সাধ নষ্ট হবে ।
অনেক সময় দেখা যায়- খুব বয়স্ক এক ভিখারী এক ভারী বোচকা নিয়ে রাস্তায় হেঁটে চলেছে । ভারী বোচকা বইতে পারছে না ,কষ্ট হচ্ছে তবু বহন করে নিয়ে চলেছে । বোচকাতে হয়তো অনেক প্রয়োজনীয় জিনিস রয়েছে । কিন্তু বোচকাটা যে সে সব সময় খুলবে তা মনে হয় না ।
বোচকাটা নিয়ে ভিখারী ঘুমিয়ে পড়লো । ঘুম ভাঙার পর ভিখারী দেখলো বোচকাটা নেই। প্রথমে ভিখারী একটু কষ্ট পাবে কিন্তু তারপর ভাববে এবার কষ্ট করে তাকে আর কিছু বহন করতে হচ্ছে না । নিজেকে এবার সে সুখী ভাববে । এক বোচকা টানতে টানতে কতই না কষ্ট পাচ্ছিল,বোচকাটাকে ফেলে দিতে পারছিল না ।
সঙ্গে নিয়ে যেতে হতো । বোচকার প্রতি এক অজানা ভালোবাসা ।
আমাদের প্রত্যেকেরই এমন ভালোবাসা আছে । কোন কিছু ফেলে দিতে পারি না । বহন করে নিয়ে যেতে হয় ।
ফেলে দিতে পারলে কষ্ট কম হয় । কিন্তু পারি না । তাই মানুষ যখন ঘর পাল্টায় তখন সব জিনিস বহন করে নিয়ে যায় । নতুন ঘরে এসে প্রয়োজনীয় জিনিস ব্যবহার করি আর কিছু জিনিস ব্যবহার করি না । অথচ এমন সব জিনিস ফেলে দিতে পারি না ।
সংসার জিনিসটাও একটা বোচকা । সঙ্গে নিয়ে চলেছি । ফেলে দিলে হালকা লাগে । যতক্ষণ সঙ্গে থাকবে ততক্ষণ এটা ছেড়ে বাঁচবো না । অথচ আমরা কেউ সংসার ত্যাগ করতে পারি না ।
ঘটনাচক্রে ত্যাগ হয়ে যায় আর সেটাকে ফিরে পাবার জন্য দুঃখ করি । এ দুঃখ হল ভিখারীর বোচকা হারানোর মত দুঃখ ।
জন্ম নেওয়ার সময় আমি তো কোন বোচকা আনি নি । জীবনের চলার পথে একটা বোচকা তৈরী হয়েছিল । কেউ প্রয়োজন বোধ করে ,কেউ করে না ।
যারা প্রয়োজন বোধ করে তারাই কষ্ট পায় কেননা ভারী বোচকা বহন করা যে কষ্টকর । আর যারা প্রয়োজন বোধ করে না তারা অনায়াসে বোচকা ছাড়াই যে কোন জায়গায় চলে যেতে পারে ।
আসলে আমরা সবাই খালি হাতে আসি । তারপর বোচকার লোভে বোচকাতে আটকা পড়ে যাই । আমরা ভাবি বোচকা ছাড়া আমরা বাঁচবো না ।
যেদিন আমাদের আর বোচকার দিকে লোভ থাকবে না সেদিনই আমরা প্রকৃত আনন্দ অনুভব করতে পারবো । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।