আমাদের কথা খুঁজে নিন

   

সভাপতির ভাষণ

শাফিক আফতাব................ প্রিয় মহোদয়গণ, কেনো আমাকে আজ এই মহতী সভার সভাপতি নির্বাচন করলেন? আমি আজ 'যুসমাজের অবক্ষয়' শীর্ষক সেমিনারে আপনাদের ঘরেই কথাই ফাঁস করে দেবো পাশে এই সভার শৃঙ্খলার কাজে নিয়োজিত পুলিশ বাহিনী দিয়ে আমাকেই গ্রেপ্তার করেন। আমি তো আবেগী মানুষ। একেবারেই আবেগকে সংবরণ করতে পারিনা। এজন্য আমাকে জীবনে খেসারত দিতে হয়েছে অনেক প্রথমত আমি মেধাবী ছাত্রের খেতাব পাইনি। দ্বিতীয়ত সমাজবদ্ধ মানুষের সাথে আবেগের স্রোতে ভেসে সম্পর্ক স্থাপণ করতে গিয়ে শুঁয়োরমানুষরা প্রতারণায় আমার সর্বস্ব লুট হয়েছে।

অথচ আমি মানুষকে মানুষ ভেবেই ভালোবাসার ফুল দিয়েছি এই যে আপনারা আছেন, বিদগ্ধ মানুষসকল আপনাদের দেখে মনে হবে না আপনারা কারো পুকুর চুরি করেছেন, কারো সংরক্ষিত এলাকায় অবাধ করেছেন বিচরণ জীবনে প্রথম বেলাকার দামী প্রজননগুলো ছিটিয়ে দিয়েছেন রমণীর লাউক্ষেতে অথচ আপনারা নিজকে রোমান্টিক পুরুষ ভেবে গর্বে বুক ফুল রাস্তা হাঁটেন অথচ আপনার আপন ক্ষেতের কুমড়োতেই কীটের কামড় আছে, দেখতে পাবেন। যদি পর্যবেক্ষণ করেন। আপনি যে নদীতে নিত্য স্নান করেন সেটা দুষিত জীবাণুর জলমগ্ন নদী। আপনি যে ফুলের মধ্যে হুল বসান,সেটাতে এক রঙিন ভ্রমর আগেই মধু খেয়েছে আপনি যেখানে আপনার উত্তরাধিকারের শুদ্ধ বীজ বুনেন, সেটাতে এক কঠিনকৃষক আগেই চষেছে। আপনার যেমন ভাটিঁয়ালি গানের সুরে মনের আনন্দে ভাটিঁর টানে দাড়ঁ টেনেছেন নৌকোর তেমনি আপনার নদীতে গান ধরেছেন চতুর মাঝি।

আজ আজকে এসেছেন ' যুব সমাজের অবক্ষয় রোদে'। চলে যান মিয়ারা, আমি মাইকে ঘোষণা দেবার সাথে সাথেই যেন কাউকে এই সভাস্থলে না দেখি। আর কোনো দিন এখানে এই ময়দানে সভা হবেনা। আপনারা যেমন রিচরণ করেছেন, সেভাবে বিচরণ করতে দিন আজকের কলিকালের যুবকদের। তারপর তারাই আপনাদের মতোনই একদিন এসে এখানে ' যুব সমাজের অবক্ষয়' ঠেকাবে।

১২.০৭.২০১৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.