আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষত সারানোর মোক্ষম একটি উপায় বের করেছেন রাশিয়ার বিজ্ঞানীরা

মনের কথা ব্লগে বলে ফেলুন,নয়তো মনে কথার বদহজম হবে ক্ষত সারানোর মোক্ষম একটি উপায় বের করেছেন রাশিয়ার বিজ্ঞানীরা। তাঁরা ক্ষত স্থানে ব্যান্ডেজ বাঁধার এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা যেকোনো ক্ষত অনেক কম সময়ে সারিয়ে তুলবে এবং তা কোনো ধরনের ওষুধ ছাড়াই। শুধু তা-ই নয়, এ ব্যান্ডেজ তাৎক্ষণিকভাবে রক্তপাত বন্ধ করে, প্রদাহ থামায়, ক্ষতস্থান থেকে তরল ও দুর্গন্ধ নিঃসরণ বন্ধ করে এবং ক্ষতস্থানে নতুন কোষ তৈরির প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে। আর এ 'আশ্চর্য ব্যান্ডেজ' ব্যবহার করলে ক্ষত শুকানোর জন্য কোনো অ্যান্টিবায়োটিক লাগে না বলে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার আক্রমণ থেকেও সহজে রেহাই পাওয়া যায়। পদার্থবিদ্যা ও চিকিৎসাবিদ্যার মিশেলে উদ্ভাবিত এ পদ্ধতিকে বলা হচ্ছে 'ভিটা ভালিস' বা ন্যানো-ড্রেসিং।

বলা হচ্ছে, পেনিসিলিনের পর এ ব্যান্ডেজই হচ্ছে সবচেয়ে বড় আশ্চর্য আবিষ্কার। রাশিয়ান একাডেমী অব সায়েন্সেসের সাইবেরীয় শাখা টমস্ক ইনস্টিটিউট অব স্ট্রেংথ ফিজিঙ্ অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্সেসের গবেষণাগারে এ প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা ড. মারাট লার্নার ও ড. সার্গেই সাখায়ে জানিয়েছেন, পদার্থবিদ্যার সূত্র মেনে ব্যান্ডেজের নতুন এ পদ্ধতি বের করা হয়েছে। এটি স্বীকৃত যে, ঋণাত্মক বৈদ্যুতিক চার্জবাহক কোনো পদার্থকে ধনাত্মক চার্জবাহী কোনো পদার্থ আকর্ষণ করবে। দেখা গেছে, অনেক ব্যাকটেরিয়াই নিজেদের শরীরে ঋণাত্মক চার্জ বহন করে।

তাই পদার্থবিদ্যার সূত্র মেনে ধনাত্মক চার্জবাহী কোনো পদার্থের ঋণাত্মক চার্জবাহী ব্যাকটেরিয়াকে আর্কষণ করার কথা। আর এ সূত্র মাথায় রেখেই ব্যান্ডেজের এ অভিনব উপায় উদ্ভাবন করা হয়েছে। গবেষকরা জানিয়েছেন, মানুষের দেহে পোড়া, কাটা ও সংক্রমণজনিত ক্ষত হতে পারে। এসব ক্ষতে ঋণাত্মক বৈদ্যুতিক চার্জবাহী ব্যাকটেরিয়া থাকে। নতুন উদ্ভাবিত ব্যান্ডেজে ধনাত্মক চার্জবাহী অ্যালুমিনার ন্যানো-সাইজ তন্তু ব্যবহার করা হয়েছে।

রোগীদের ওপর প্রয়োগ করে দেখা গেছে, ব্যান্ডেজের মধ্যে থাকা ধনাত্মক চার্জবাহী পদার্থ ক্ষতস্থান থেকে ওই সব ব্যাকটেরিয়াকে বের করে নিয়ে এসেছে, যা ব্যান্ডেজের আরেকটি অংশে এসে জমা হয়েছে। এতে করে রোগীরা অকল্পনীয় রকমের দ্রুততার সঙ্গে সেরে উঠেছে। উদ্ভাবকরা বলছেন, তাঁদের এ পদ্ধতির সমতুল্য পৃথিবীতে আর কোনো কিছুই নেই। এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাথার পেছনে পোড়াজনিত ক্ষত থাকা এক রোগীর মাথায় এ ব্যান্ডেজ লাগানোর পর সেই ক্ষত ৮০ দিনে সেরে গেছে। প্রচলিত ব্যবস্থায় ব্যান্ডেজ ও ওষুধের মাধ্যমে ওই ক্ষত সারাতে অন্তত ১৫০ থেকে ১৮০ দিন সময় লাগার কথা।

গবেষকরা জানিয়েছেন, রাশিয়ায় ছোট আকারের এ 'আশ্চর্য ব্যান্ডেজ' ১২০ রুবল (৪ ডলার) মূল্যে বিক্রি হচ্ছে। খুব শিগগিরই বাজারে আরো ১০০ মিলিয়ন ব্যান্ডেজ ছাড়া হবে। গবেষকদের প্রত্যাশা, এ ব্যান্ডেজ ক্ষতজনিত রোগীদের দ্রুততা ও নিশ্চয়তার সঙ্গে উপশমের মাধ্যমে সারিয়ে তুলতে ও অনেক ক্ষেত্রে তাদের জীবন বাঁচাতেও যুগান্তকারী ভূমিকা রাখবে। dailykalerkantho ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।