আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনের উদ্দেশে বিএনপির প্রতিনিধিদল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল আজ সোমবার লন্ডনের উদ্দেশে রওনা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, আজ ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রতিনিধিদলটি রওনা হয়। সেখানে একটি সেমিনারে প্রতিনিধিদলটির যোগ দেওয়ার কথা। ১৭ জুলাই ওই সেমিনার অনুষ্ঠিত হবে।
তবে প্রতিনিধিদলের সদস্যরা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা গেছে।

বিএনপির সূত্রগুলো থেকে এমনই অঁাচ পাওয়া গেছে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চেৌধুরী, চেয়ারপারসনের উপদষ্টো আমীর খসরু মাহমুদ চেৌধুরী, আইনজীবী নাসির উদ্দিন ও নওশাদ জামিল। আর লন্ডনে তঁাদের সঙ্গে যোগ দেবেন চেয়ারপারসনের উপদষ্টো আবদুল মান্নান।
দীর্ঘদিন পর তারেক রহমান দেশের রাজনীতি নিয়ে আবার কথা বলতে শুরু করেছেন। কিছুদিন আগে লন্ডনে এক সেমিনারে তিনি দেশের রাজনীতি নিয়ে অনেক কথা বলেন।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান চিকিত্সার জন্য লন্ডনে যান। এর পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.