আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনের টোটেনহাম এলাকায় দাঙ্গা

সূত্র হতে পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন। পুলিশের গুলিতে নিহত ব্যক্তির বিচার চাওয়াকে কেন্দ্র করে লন্ডনের টোটেনহাম শহুরে সহিংস দাঙ্গা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশ ৪০ জন ব্যক্তিকে দাঙ্গা করার অভিযোগে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা সাধারণ নাগরিকের বাড়িঘর লুটপাট, যানবাহনে অগ্নিসংযোগ, দোকান পাট আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। টোটেনহামে বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের কাছ থেকে এসব তথ্য জানাচ্ছে বার্তা সংস্থা বিবিসি।

বিবিসির অপরাধ বিষয়ক প্রতিবেদক বলেন, এক ধরনের গুজব টোটেনহামে চলছিলো যেখান বলা হচ্ছে শান্তি পূর্ণ ভাবে মিছিলকারী এক মেয়ের সাথে পুলিশের বচসা হয়। তিনি বলেন, ঘটনার সূত্রপাত সেখান থেকে,তারপর সেখানে বহু লোকের ভিড় হয়। সেই ভিড় থেকে পুলিশের দুটি গাড়িতে আগুন লাগানো হয়। টোটেনহামের বাড়িঘর গুলোতে যেভাবে হামলা চালায় অপরাধী গোষ্ঠী তাতে সেখানকার লোক সহায় সম্বলহীন হয়ে পড়েছে বলে লেবার পার্টির এক এমপি মন্তব্য করে। শনিবার পুরো রাত্রব্যপি দাঙ্গা ও লুটপাটের ঘটনা ঘটে।

যা রোববার সকাল পর্যন্ত চলছিলো। উল্লেখ্য, গত বৃহস্পতিবারে মার্ক ডুগান নামের এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়। ওই ঘটনায় পুলিশের একজন সদস্যও গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আফ্রিকান ও ক্যারিবিয়ান কমিউনিটির মধ্যে যেসব অস্ত্র বাজ অপরাধের সাথে যুক্ত তাদের ওপর পুলিশ ট্রাইডেন্ট নামের একটি বিশেষ অভিযান পরিচালনা করছিলো। মি ডুগান সে অপারেশন চলাকালে পুলিশের কাছে গাড়ি পরীক্ষা করার সময় ধরা পড়ে।

শনিবার রাত থেকেই টোটেনহামের বহু দোকান বাড়িঘরে সন্ত্রাসী গোষ্ঠীর গুলো অভিযান চালায় ও ক্যাশবাক্স লুট করে নিয়ে যায়। চুরির ঘটনাও ঘটে। রোববার পর্যন্ত এসব ঘটনা ঘটতে থাকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.