লন্ডনের পাবলিক টয়লেট এক আজব জায়গা। নানা ধরনের লোকজন এই টয়লেট ব্যবহার করেন। রাজপরিবারের সদস্য থেকে শুরু করে এমপি, বড় আমলা, কবি, সাহিত্যক, সাংবাদিক সবাই।
টয়লেট এমনিতে পরিচ্ছন্ন হলেও দেয়ালে লেখা থাকে নানান কথা। কমোডে বসে বসে নিজের মেধা বিকাশের সর্বোচ্চ চেষ্টাটাই হয়তো অনেকে করে থাকেন। অনেক খাচ্চর থাচ্চর কথাও থাকে। আবার অনেক লেখার পাঠোদ্ধারও সম্ভব হয়ে উঠে না। সবচে বেশী ভাল লাগে কবিদের কান্ডকারখানা।
একদিন টয়লেটে এক কবি'র চারটি লাইন এরকম, কোনদিন ভুলবো কিনা জানি না.....
Here I sit
Broken hearted
Paid a penny
But only farted....
বাংলা করলে দাঁড়ায় এরকম,
এখানে আমি বসলাম
ভগ্ন হৃদয়ে
একটি টাকাও দিলাম
কিন্তু কেবলই পাদলাম....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।