অসাধারণ এ পৃথিবীতে আমি অতি সাধারণ । আমি আপাতত বেকার । তবে প্রবল ইচ্ছা সারাজীবন বেকার থাকার, ভবঘুরে হওয়ার, পথে পথে ঘোরার.... জীবনের রূঢ় বাস্তবতার কাছে হয়তো এই ইচ্ছাশক্তি পরাজিত হতে পারে । তবু আমি আপ্রাণ চেষ্টা করে যাব । ভেবেছিলাম তোর বৃত্তের স্পর্শক হব,
আলতো করে ছুঁয়ে যাব,
কিন্তু তোর মনস্তাত্ত্বিক উল্কানিক্ষেপে,
অঙ্কুরেই মরে গিয়েছিল আমার সাধ
প্রদক্ষিনে ব্যর্থ হয়ে কবেই কক্ষবিচ্যুত হয়েছি,
আর সেসব দিব্যি জ্যোতির্বিদদের চোখ এড়িয়ে গেছে ।
।
কখনো যদি ভুল করে ছুঁয়ে দিতে,
ইচ্ছে হত লাথি দেই নিউটনের পাছায় ।
মাধ্যাকর্ষণ সূত্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে,
ওজনহীন অবস্থায় শূণ্যে ভাসি ।
কিন্তু পদে পদে আশাহত হলাম,
কল্পনায় বিভোর থাকলে যেমনটা হয় ।
এখন আমি কিংকর্তব্যবিমূঢ় ভবঘুরে,
আমার সম্বল শুধুই ব্রাউনীয় কণার ইতস্তত গতি.......
তোমার আমার ভালবাসা চিরন্তন,
আইনস্টাইনের বাপেরও সাধ্য নেই একে আপেক্ষিক বলার ।
কিন্তু তোমার কানে পৌঁছুল না প্রেমের শ্বাশত বাণী,
ছাইপাশ আপেক্ষিকতারই জয় হল ।
ব্ল্যাকহোলের অন্ধকারে তলালাম আমি,
আর হতচ্ছারা আইনস্টাইনরা লাই পেয়ে মাথায় উঠল । ।
চতুর্পাশ হতে বঞ্চিত আমার
এখন সাধ ধুমকেতু হবার ।
অন্তত ছিয়াত্তর বছরে একবার হলেও
তোকে দেখবো এই আশায়......... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।