আমাদের কথা খুঁজে নিন

   

ভোটাধিকার মৌলিক অধিকার, সংবিধান ও আইনের উর্ধে

নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!!


সৈয়দ আশরাফ: আমরা তো গায়ের জোরে, বন্ধুকের মুখে, ফরমান দিয়ে সংবিধান চেন্জ করিনি। আমাদের দুই-তৃতীয়াংশ মেজরিটি ছিল। রাইট আছে সংবিধান বদলানোর। তাই করেছি মাত্র।
অ-সৈয়দ আতরাফ: রুটি, রুজি, চলাচল, ন্যায়বিচার, আইনের সমতা, কথা, লেখা, সংগঠন ইত্যাদির ন্যায় "ভোটাধিকার" মৌলিক অধিকার। এটা সাংবিধানিক অধিকার নয়, আইনানুগ অধিকারতো নয়ই। ৫১% এর জোরে আইন বদলানো যায়, ৬৭% এর জোরে সাংবিধানিক পরিবর্তন আনা যায় কিন্তু ১০০% এর জোরেও মৌলিক অধিকার রদ বা পাল্টানো যায়না। যেমন- কারো নাম আশরাফ, বিএনপি ৩০০ আসনে জিতে সংবিধানে এ কথা ঢুকিয়ে দিতে পারেনা যে তার নাম আতরাফ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.