আমাদের কথা খুঁজে নিন

   

‘ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে’

শনিবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় সংলগ্ন নূর আহমেদ সড়কে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নোমান বলেন, “লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যে কোনো কিছুর বিনিময়ে অটুট রাখবো। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার যে সংগ্রাম চলছে তা এগিয়ে নেয়ার শ্রেষ্ঠ সময় বিজয়ের মাস ডিসেম্বর।
“স্বাধীনতা মানে শুধু পতাকার স্বাধীনতা নয়। দেশের মালিক যে জনগণ তাদের নিরাপত্তা, অর্থনৈতিক মুক্তি ও স্বাধীকার ছাড়া জনগণের কাছে এ স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে।


স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বনির্ভরতা অর্জন করবে উল্লেখ করে নোমান বলেন, “জাতীয় উন্নয়নে আমরা বন্ধু চাই। কিন্তু কোনো দেশের আধিপত্য বা খবরদারি মানব না। এটা মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় অহংকার ও গর্বের বিষয়। মুক্তিযোদ্ধারা ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু কখনো পরাজিত হবে না। ”
শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান।

পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করতে রাতের অন্ধকারে তাদের হত্যা করেছিল।
“বর্তমান বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, রাজনৈতিক দলের মত প্রকাশের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে। ফ্যাসিস্ট সরকার বুদ্ধিজীবীদের মত প্রকাশে অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছে। ”
নোমান বলেন, “বিভিন্ন টক শো ও সেমিনারে সরকারের গঠনমূলক সমালোচনা করলে সরকার বুদ্ধিজীবীদের নানাভাবে হয়রানি করছে। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র হচ্ছে।

আর এর প্রধান হোতা বর্তমান সরকার। ” 
আলোচনা সভার আগে মহান বিজয় দিবস উপলক্ষে নগর বিএনপি আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচি বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন নোমান।
নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ ইনামুল হক, বিএনপির কেন্দ্রীয় পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক রোজী কবির, বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসাইন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতির সাবেক সভাপতি আনম মুনির আহমেদ চৌধুরী, অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী, অধ্যাপক হাসান মোহাম্মদ, পেশাজীবী সংগ্রাম পরিষদের সভাপতি খুরশিদ জামিল চৌধুরী প্রমুখ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.