অবশেষে ভোটাধিকার পেলেন সৌদি নারীরা। দেশটির স্থানীয় সরকার নির্বাচনে তারা ভোট দিতে পারবেন এবং প্রার্থীও হতে পারবেন। সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ গতকাল রোববার রাজধানী রিয়াদে এ ঘোষণা দেন।
বাদশাহ আবদুল্লাহ বলেন, ভবিষ্যতে নারীরা শুরা কাউন্সিলে যোগ দিতে ও নিয়োগ লাভের পূর্ণ অধিকার ভোগ করবেন। আসছে পৌর নির্বাচনে তাঁরা ভোট দিতে এবং প্রার্থী হতে পারবেন।
বাদশাহ আরও বলেন, ‘আমরা সমাজের সর্বস্তরে নারীদের সক্রিয় অংশগ্রহণ থেকে বিরত রাখার বিরুদ্ধে। তিনি বলেন, শরিয়া আইন অনুসারেও ভোটদানের অধিকার রয়েছে নারীদের"।
বাদশাহর এ ঘোষণার মধ্য দিয়ে সৌদি আরবের নারীরা ২০১৫ সালে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে ভোট দিতে পারবেন না। সৌদি আরবের ইতিহাসে এটি দ্বিতীয় পৌর নির্বাচন।
দেশটিতে প্রথম পৌর নির্বাচন হয় ২০০৫ সালে। চার বছর মেয়াদি পৌর পরিষদের পরবর্তী নির্বাচন ২০০৯ সালে হওয়ার কথা থাকলেও সরকার তা দুই বছর পিছিয়ে দেয়।
নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার সৌদি নারীকর্মীরা দীর্ঘদিন থেকে দেশটিতে নারীর ভোটাধিকারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। সৌদি আরবে একমাত্র পৌর নির্বাচনেই ভোট হয়ে থাকে।
এএফপি,এপি,প্রথম আলো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।