আন্না হাজারের দুর্নীতি বিরোধী বিক্ষোভের পেছনে বিদেশি শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রের ইন্ধন দেখতে পাচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। ওয়াশিংটন তার বিক্ষোভের প্রতি সমর্থন দেয়ায় কংগ্রেস এমন আশংকা করছে। কেননা স্বাধীনতা লাভের পর এই প্রথম যুক্তরাষ্ট্র দেশটির কোনো প্রতিবাদ বিক্ষোভের প্রতি সমর্থন দিলো। এদিকে আন্না হাজারের অনশন কর্মসূচি গ্রহণের পেছনে কোনো বিদেশি শক্তির ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কংগ্রেস।
আজ বৃহস্পতিবার দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কংগ্রেসের মুখপাত্র রশীদ আলভি হাজারের বিক্ষোভের পেছনে বিদেশি শক্তির ইন্ধন আছে বলে দাবি করছেন।
প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বিবৃতির সূত্র ধরে তিনি এ দাবি করছেন। মনমোহন পার্লামেন্টে এক বিবৃতিতে বলেন, অর্থনৈতিক শক্তি হিসেবে ভারতের উত্থানের প্রতি ঈর্ষাপরায়ণ শক্তির কাছে আমরা কখনো মাথা নত করবো না। আন্নার গ্রেফতার সম্পর্কে পার্লামেন্টের উভয় কক্ষকে অবহিত করার সময় প্রধানমন্ত্রী মনমোহন আরো বলেন, বিশ্বের একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আমাদের উত্থান ঘটছে। বিশ্ব আসরে ভারত এমন একটি মর্যাদাপূর্ণ স্থানে অধিষ্ঠিত হোক তা অনেকেই চায় না। আমরা অবশ্যই বিদেশি শক্তির ক্রীড়নক হবো না।
প্রধানমন্ত্রী মনমোহন সিং বিদেশি শক্তির জড়িত থাকার আশংকার কথা বলেছেন। কোনো দেশের নামোল্লেখ করেননি। রশীদ আলভি তার চেয়ে এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, এ বিক্ষোভের সুচিন্তিত প্রকৃতি ইঙ্গিত দিচ্ছে যে, তাতে বিদেশি শক্তি জড়িত। একই সঙ্গে তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির কথা উল্লেখ করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে গণতান্ত্রিক বিক্ষোভের প্রতি সম্মান জানাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
তিনি বলেন, আন্না হলেন নিঃসঙ্গ। তার কোনো দল নেই। তাহলে কিভাবে এ আন্দোলন শুরু হলো এবং দানা বেঁধে উঠলো? ইন্টারনেট ও টেলিফোনে কারা এ বিক্ষোভের বার্তা প্রচার করছে? আন্নার গ্রেফতারের সংবাদ ছড়িয়ে দিচ্ছে? তিনি বলেন, যু্ক্তরাষ্ট্র কখনো ভারতের কোনো আন্দোলন বিক্ষোভের পক্ষে কথা বলেনি। এই প্রথম দেশটি মুখ খুললো। আমরা বিশ্বের অন্যান্য দেশকে গণতান্ত্রিক আদর্শ শিক্ষা দিচ্ছি।
কিন্তু আমাদেরকে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উপদেশ দেয়ার অর্থ কি। তাতে আমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে।
সূত্র: শীর্ষ নিউজ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।