সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রলীগের দুই গ্রুপের দ্বিতীয় দফা সংঘর্ষে ২ পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পলিশ ২৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আটক করেছে ৫ জনকে। রোববার রাত ৯টার দিকে কয়েক দফা সংঘর্ষে পৌর এলাকার ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে দত্তবাড়ী মোড় পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
পুলিশের বাধা উপেক্ষা করে ঘন্টাব্যাপী সংঘর্ষে ছাত্রলীগের উশৃঙ্খল নেতা-কর্মীরা প্রতিপক্ষের উপরে ব্যাপক ইট পাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজনা বিরাজ করায় ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সদর থানার সেকেন্ড অফিসার আব্দুল মালেক শীর্ষ নিউজ ডটকমকে জানায়, সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা সংঘঠিত হয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। উল্লেখ্য, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন গত শুক্রবার কলেজ শাখার ছাত্রলীগের আরাফাত রহমান হীরককে সভাপতি ও মণ্ডল মো. শামীম রেজাকে সাধারণ সম্পাদক মনোনিত করে নিজেদের স্বাক্ষরিত একটি কমিটি ঘোষণা করেন।
ওই কমিটিতে ছাত্রলীগের যোগ্যতাসম্পন্ন নেতাদের নাম বাদ পড়ায় জেলা ছাত্রলীগের একটি অংশ কমিটি বাতিলের দাবি জানায়। ব্যর্থ হয়ে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়। শনিবার রাতে একই ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়। সংঘর্ষকারীরা সিরাজগঞ্জ প্রেসক্লাব ও এক সংবাদিকের মোটরসাইকেলসহ বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করে।
শীর্ষ নিউজ ডটকম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।