সিরাজগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী বলেন, শনিবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ বৈঠকে আলোচনা ফলপ্রসু হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এরপর বিকাল ৪টা থেকে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার এসএম এমরান হোসেনের সভাপতিত্বে এ বৈঠকে সিরাজগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি জিন্নাহ আলমাজি, সাধারণ সম্পাদক মেজবাহুল ইসলাম লিটন এবং টাঙ্গাইল বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক রাশেদুল রহমান তাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল ও সিরাজগঞ্জ বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে শুক্রবার সকাল থেকে ঢাকা-সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল থেকে উত্তরাঞ্চলের ১৬টি জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।