আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজগঞ্জ জেলাকে জানুন

Service of The people

যমুনাবিধৌত পলিমাটিতে গেেড় ওঠা উত্তরবেঙ্গের প্রবেশদ্বার বেলে খ্যাত জেলা সিরাজগঞ্জ। শহর হেমন্ত নদী নালাগুলো যখন পানিতে ভের ওেঠে তখন কোথাও কোথাও মনে হয় এক নতুন সমুদ্র। দিগন্তে ভাসতে থাকে গ্রামগুলো। ওদিকে পাশ্ববর্তী নদী যমুনা যৌবন ফিরে পায়। নদী তীরে বসে পূর্ব্ দিকে তাকালে দেখা যাবে পানি আর পানি।

জেলাটি রাজশাহী জেলার অন্তর্গত। নামকরেনের ইতিহাসঃ নবাবি আমেলে জিমিদার সিরাজ আলী চৌধূরী সিরাজগঞ্জ শহরের গোড়াপত্তন করেন এবং জেলার প্রধান কার্যালয় সংলগ্ন একটি গঞ্জ নির্মান করেন। এক সময় সিরাজ চৌধুরী প্রতিষ্ঠিত গেঞ্জের সাথে তার নাম সিরাজ যুক্ত হয়ে এই জেলার নামকরন হয় সিরাজগঞ্জ। আয়তন ও অবস্থানঃ আয়তনের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের ২৫তম বৃহত্তম জেলা। এই জেলার মোট আয়তন ২৪৯৭.৯২ বর্গ কিলোমিটার।

সমগ্র বাংলাদেশের মোট আয়তনের ১.৬৯%। জেলার উত্তরে বগুড়া জেলা, দিক্ষিনে পাবনা জেলা, পূর্বে টাঙ্গাইল ও জামালপুর জেলা এবং পিশ্চিমে পাবনা, নাটোর ও বগুড়া জেলা অবিস্থিত। দর্শনীয় স্থানসমূহঃ মক্কা আউলিয়া মসজিদ(পঞ্চাদশ শতাব্দী, উল্লাপাড়া) এনায়েতপুরের খাজা পীর সাহেবের মসজিদ ও মাজার(চৌহালি), মখদম শাহ্ দৌলার মাজার শরিফ (শাহজাদপুর), নওগাঁ হযরত আব্দুল আলী বাকী শাহ্ শরীফ জিন্দানী (রঃ) এর মাজার (তারাশ), রবীন্দ্র কুঠিবাড়ী (শাহজাদপুর), বেহুলার বাড়ী (তাড়াশ) ইলিয়ট ব্রিজ বা লোহারপুল (সিরাজগঞ্জ)। যোগাযোগ ব্যাবস্থা ঢাকা থেকে সিরাজগঞ্জ সরাসরি সড়ক অথবা রেলপেথে যাওয়া যায়। উত্তরবঙ্গগামী যে কোন পরিবহনে চেড় সিরাজগঞ্জ যাওয়া যায়।

এছাড়া বিআরটিসি পরিবহনেও যাওয়া যায়। সময় লাগে সর্বোচ্চ সাড়ে তিনঘন্টা। দুরত্ত১৪২ কিমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.