আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবধান

এক সময় চিঠি গুলো হয়তো এমন ই হয় প্রিয়জনের কাছে লেখা চিঠি ভরে উঠে হাবিজাবি অসুস্থতায়, লেখা থাকে শ্বাসকষ্টের কথা "এখন ঘুম খুব কম হচ্ছে পেয়ে বসেছে রাজ্যের অনিদ্রা" হয়তো করাতে হবে বাইপাস সার্জারি এ বুকে রেখে ছিলো যাকে সেখান টাতেই, সেই তাকে এ ঘোর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হয়তো লেখা হয় কিছু সহানুভির আশায় | বন্ধুরা হয়তো অনেকে মৃত অনেকে হৃদরোগী স্যান্ধলাপ রাতের আড্ডা বৈকালীন প্রেম এসে ঠেকে যখন রোজকার প্রাতঃভ্রমনে আর কিছু দিন বেঁচে থাকার আশায়, চিঠি ভরে উঠে এসব হাবিজাবি অর্থহীন কথায় সময়ের সাথে কৃশ হয় শরীর মন ও বোধ হয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।