এখন নয়,
তোমার জিবন ছিল; সরল
তোমার চলন ছিল; প্রানবন্ত
তোমার চাহনি ছিল; প্রেমাদ্র
একটা মন ছিল; ধর্মপ্রান
মায়াভরা স্বপ্ন ছিল; হাস্যজ্জ্বল
তন্দ্রাচ্ছন্ন চোখছিল; কল্পনাপ্লুত
মনের কোনে জমা ছিল; ভালবাসা
তারপর,
একটা সামাজিক অনুষ্ঠান; অনাড়ম্বর
একটা ধাতব আংটি; অনামিকায়
একটা অন্যপুরুষ; অনাকাংখিত
তোমার আশাহত বুক; বর্তমান
এখন তোমার জিবন; পন্কিল
এখন তোমার চলা; নিষ্প্রান
এখন তোমার চাহনি; করুন
এখন তোমার মন; হতাশ
দুঃস্বপ্ন ভরা রাত; বেদনার্ত
মনের কোনে পুন্জিভূত - ঘৃনা ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।