ইমরোজ
তুমি ছিলে সরকারে তখন আমি ছিলাম জনতা,
একা হয়ে বলেছি কথায় কথায়...আমার প্রাণের মৌনতা।
তুমি ছিলে সরকারে তখন আমি ছিলাম জনতা।
তুমি ছিলে বঙ্গভবনের কামড়ার একমাত্র বাসিন্দা,
হেয়ালিতেই গ্যাছো ফেলে আমার কত কান্না। তুমি ছিলে আগুন তখন
আমি ছিলাম পোকা, একা হয়ে হন্যে হয়েছি খুজে তোমার
স্বপ্ন-বিলাসী চাওয়া।
তুমি তখন সরকারে আর আমি ছিলাম জনতা,
তোমার ভীড়ে দাঁড়িয়েছিলাম মন থেকে হয়ে একাত্মা।
তাই ভাষণে ভাষণে উলঙ্গ খেয়াল, আমি একা ধরে দেয়াল,
দেখি তোমার মহত্ত্বের স্লোগানে স্লোগানে ভাসা।
তুমি ছিলে দেশের সব, উন্নয়ন, জোয়ার আর আবোল-তাবোল মাতাল কথা। তাই তুমি ছিলে সরকারে আর আমি ছিলাম জনতা।
তুমি কোর্টে, ঘাটে, বন্দরে নতুন ফলক উন্মোচন কর, পাশেই বসে আমি,
দেখনি একটি বার, আমার দিকে চেয়ে, আমি ছেড়া কাথায় পার করেছি শীতরাত্রি আর বৃষ্টিতে ভীজে যত বর্ষাকাল।
তোমার বেনারসি দেখে।
তোমার ফেলে আসা জনতার উপচে পড়া ভীড়ে, তোমার হাসি, তোমার কপটতা, নীরেট নীল-নকশা সাজোয়া সংগ্রামে, তবু...
তুমি ছিলে সরকারে আর আমি ছিলাম জনতা।
চিরদিন এটাই সত্য, সঠিক নতুন পথ নামে...বলে...তুমি ছিলে সরকারে আর আমিই জনতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।