চলো আজ ঐখানে বসা যাক
কাঠের ঐ বেঞ্চটায় মুখোমুখি হয়ে।
তারপরও ব্যবধান
মরুভূমি - মহাকাশ জেগে থাকে
আমাদের মাঝে।
তারপরও মুখোমুখি
তারপরও ব্যবধান
খটখটে কাঠের এক বেঞ্চ।
"অভিশপ্ত ওয়েসিস বহু আগে মরে গেছে
এক গ্লাস জলও নেই আজ"
--- তুমি উড়ে এসে দেখ
জল নেই, ক্যকটাস, বালিয়াড়ি
ইত্যাদি, --- --- --- ইত্যাদি।
অবশেষে বোয়ার পাখির বাসা
বাসি হয়ে গেছে বলে
উড়ে গেছ তুমি।
দাবানলে পুড়ে যায় বনভুমি
আমিও উড়াল দেব
এক, দুই, তিন --- --- ---।
মাঝরাতে নাগপাশে ঘুম ভেঙ্গে গেলে পরে
হাস ফাস, শীতল শেকল
ফাদে পড়া পাখিটার অসহায় চোখগুলো
খুঁজে ফেরে দরজার ফাঁক।
আমাদের সন্তান মৃত আজ
ফর সেল - বাসাখানা প্রাণহীন তাই
শেষ হলে বইখানা তুলে রাখ
"কাগজ --- কাগজ, এই কাগজ --- কাগজ"।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।