ব্যবধান
...মোহাম্মদ আল-আমীন
আকাশ নাকি কাঁদে মেয়ে বুঝ তা
ঝড়ে অঝোরে বৃষ্টি জল
সে জলে ভাসে তোমার মন,
ছুটে যাও বৃষ্টির কাছে
হাত বাড়াও, হারিয়ে যাও তোমার মনের গহীনে।
বৃষ্টির স্পর্শ ছাড়া তুমি কেমন জানি, ব্যাকুল..........
নিমিষে হারাও বৃষ্টিজলে।
আর আমি.............................................
দেখি তোমার হারিয়ে যাওয়া বৃষ্টির মাঝে
হৃদয়মন জুঁড়ে নিন্মচাপ উঠে
জ্বলোচ্ছ্বাসের চাপে জোয়ার বয় দু'চোখে
প্লাবিত হয় আমার মলিন অবয়ব জুঁড়ে
তীব্র ঝড়েও তুমি থাকো নিশ্চুপ, নেই উৎকন্ঠা চোখে মুখে
জ্বলোচ্ছ্বাসের জোয়ার বানে আমি হাবুডুবু খাই
ভেসে যাই দূরে, বহু দূরে....................
ব্যবধান বাড়ে তোমার হতে, আরো..অনেক...বিশাল। #
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।