ব্যবধান তোমার পথে ফুল বিছানো আমার পথে কাঁটা তোমার সুখে সাথী হয়ে হয়নিতো আর হাঁটা। তোমার ঘরে ঝারবাতি- নিত্য আলোর খেলা, আমার ঘরে মাটির পিদিম- কুড়ায় অবহেলা। তোমার দু’চোখ আকাশ ছোঁবার স্বপ্ন মনে আঁকে, আমার দু’চোখ কালো মেঘের অন্ধকারে ঢাকে। তোমার মনে খুশীর জোয়ার উচ্ছাসে অধীর, আমার মনে প্রবল ভাটা পায়না খুঁজে তীর। তোমার আমার এই ব্যবধান ঘুচবেনা তা জানি, চলছি যেমন চলবো তেমন পথতো দু’জন চিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।