ব্যবধান
আবার দেখা হবে কি?
দেখতে পাবো কি সেই অপরুপ হাসি মাখা মুখটি?
পারবো কি আবার তোমাকে আগের মতোই স্পর্শ করতে?
ফিরে পাবো কি সেই উন্মাদনা?
ফিরে আসবে কি ভালবাসার সেই দিনগুলো?
কিছু মান-অভিমান, কিছু ভুল আর সময়,
গড়ে দিয়েছে আমাদের মাঝে যোজন যোজন ব্যবধান
ভাবতেই অবাক লাগে
কি হবার ছিলো আর কি হলো
স্বপ্নগুলো ভেঙ্গে গেলো তাসের ঘরের মতো!
চাইলেই তোমাকে দেখতে পাইনা
ছুঁতে পাইনা –
তোমার রেশমি কালো চুলগুলো
এতো স্বপ্ন দেখিয়ে, এতো ভালবাসায় ভরিয়ে দিয়ে
কোথায় হারালে আমাকে রিক্ত করে?
তবুও চলছে জীবন তোমাকে ছাড়াই
ভালো আছি এই ভেবে –
তুমি তো ভালো আছো।
সজীব
http://www.sajib1510.webs.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।