mahmud_shawonbg@yahoo.com
তোমার যোনিদেশে একদিন কোনও পথ, শপথ ভুলে
নিজের আড়াল খুঁজেছিল পথে। চূর্ণ সে ধাঁধায়, বিচূর্ণ
জলাধারে, শিৎকারে নিজের খুনবস্তু ঝরিয়েছে শুধু
দেশে দেশে সে এক পথ ভূমি হতে সুউচ্চ দূরত্বে
দেশে দেশে সে এক পথ তুমি হতে তোমার গুরুত্বে
অন্য কোনও রাজ্যে নয়, বাণিজ্যের অজুহাতে যদি
ভ্রান্ত হলো; তবে দোষিসূত্রে আর বলো কাকে বেঁধে রাখি?
দূরত্ব বেড়ে গেলে গুরুত্ব বোঝা যায়- এমত ভাবনায় প্রতিটি
শরতে মনে করি, প্রিয় মাতামুহুরী, বর্ষা যেন এসেছিল কবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।