ব্যবধান বিস্তর তোমাতে আমাতে
তোমার আমার চিন্তায় কল্পনাতে
ভাললাগায় ভালবাসায় অমিলের রাজ্য
হাহাকার করে সুখ পাখিরা যেথা
বিচ্ছেদ সুনিশ্চিৎ তাই মিলন অনিশ্চিৎ সেথা।
আসমান জমিন ব্যাবধান
জল স্থল ব্যবধান
পর্বতসম ব্যবধান
ক্রমাগত বাড়তে থাকা ব্যবধান
দৃশ্যমান থেকে অদৃশ্যে মিলিয়ে যাওয়ার ব্যবধান।
ব্যবধান কে সৃজিল
কে সৃজিল প্রেম
কে সৃজিল মায়ার বাধন
কে সৃজিল স্বপ্ন কানন
কে সৃজিল রে!
লক্ষীসোনা প্রাণের প্রিয়া হৃদয়ে মম দুঃখ ঘুচাবে কে?
যাও যদি সরে মিছে ভাবনে
রচে কোন ভ্রম ব্যবধানে
কি লয়ে বাঁচিব তোমার বিহনে
দারুণ জ্বালা প্রেমিক এ প্রাণে।
ব্যবধান ঘুচিয়ে এসোরে রাজকন্যা
যানি আমি ভিখেরী তুমি অনন্যা
আমায় সম্ভ্রান্ত কর রাজাধিরাজ কর
প্রেম আলোকে উদ্ভাসিত হোক প্রাণ
ধরণী বিমুগ্ধ হোক পাখিরা গেয়ে ওঠুক মিষ্টিমধুর গান।
চল ব্যবধান বাড়িয়ে বিচ্ছেদে না যেয়ে
মিলনকাব্য গড়ি;
তোমাতে আমাতে বেশ তফাতে ব্যবধানেরে রাখি ।
যে স্বপনে পুলকিত মনে প্রেমিকজনে হয়ে যায় আত্নহারা
তেমন করে তুমি আমি চল প্রেমে হই পাগলপারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।