মুক্ত মন....সারাক্ষণ
....ঢাকার নামকরা একটি চাইনিজ রেস্টুরেন্ট-এ বসে পোড়া মুরগিতে কামড় দিয়ে "থু" করে ফেলে দিচ্ছে আমার ছেলে-
যতবার সে কামড় দিচ্ছে ততবারই "থু" করে ফেলে দিচ্ছে।
তা দেখে মিটি মিটি হাসছি আমি।
যে বয়সে আমার ছেলে পোড়া মুরগি কামড় দিয়ে "থু" করে ফেলে দিচ্ছে, সে বয়সে কোনো এক অজ-পাড়া গাঁয়ের চুলার পাশে বসে পোড়া মাটি কামড় দিয়ে "থু" করে ফেলে দিচ্ছি আমি।
আমাকে মিটি মিটি হাসতে দেখে ছেলের মা জিজ্ঞেস করল, "হাসছ যে?"
জবাবে বললাম, "নাহ্ কিছু না।"
.....দীর্ঘশ্বাস ছেড়ে চাইনিজ ফুড খাবারে মনোনিবেশ করলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।