আমাদের কথা খুঁজে নিন

   

পথের পাঁচালী

...আমায় ডেকোনা...ফেরানো যাবেনা!!! [এই লেখাটি প্রায় এক বছর আগের। তখন, আমার প্রথম পাতায় আসাটা নিরাপদ মনে করতেন না মডুরা। নতুন পর্বের শুরুটা পুরোন একটা লেখা দিয়েই করলাম। [বি:দ্র:- সকল চরিত্রই বাস্তব] চট্টগ্রাম বিশ্ব-বিদ্যালয় শাটল ট্রেন...চলছে... বগির পিছন দিক থেকে গান এর আওয়াজ ভেসে আসছে। বন্ধুরা সবাই গল্প করছে,আমি জানালা দিয়ে বাইরের 'প্রাকৃ্তিক সৌন্দর্য ' দেখছি।

হঠাৎ করেই ফাহিম চিৎকার করে উঠল। আমি কিছু বুঝে উঠার আগেই দেখি রাসেল ওর দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে। জানতে চাইলাম...ঘটনা কি?? ফাহিম চিৎকার করে বললো 'YEESSS....আমারে সামুতে comment করার অনুমতি দিছে!!!"। আমার মেজাজ গেল খারাপ হয়ে, FB-তে এরকম সামু-তামু কত মেয়েই তো ফ্রেন্ড হয়,তাই বলে চেচামেচি করার কি আছে?? তার উপর গাধাটার উল্লাস দেখে মনে হচ্ছিলো এইমাত্র সে ডিভি পেয়েছে!! জোরেশোরে গাধাটাকে একটা ঝাড়ি দিলাম। সামু সর্ম্পকে আমার মন্তব্য শুনে ফাহিম এমন ভাব করল, যেন সে হাসবে না কাদবে তা ঠাওর করতে পারছে না! তারপর, ফাহিম আর রাসেল মিলে আমার উপর দীর্ঘ সময় ধরে যে ওয়াজ-নসিহত করল,তা ছিল শুধুই 'সামু-ময়'! চক্ষুলজ্জার কারনে ওদের কাছ থেকে সামু'র এড্রেস-টা আর নেয়া হল না।

আমার ভাবখানা এমন যে,এইসব সামু-তামু'র ধার আমি ধারি না। বাসায় এসেই প্রতিদিনের মতো আমার প্রাণপ্রিয় কম্পিউটার এর সামনে বসে ফেসবুক এর লগিন বাটনে চাপ দিলাম। আমার নেট-ব্রাউজ করার পরিধি তখন শুধুমাত্র ফেসবুক,মিগ-৩৩,দু'একটা টেকনলোজি ব্লগ আর ইউটিউব পর্যন্ত। হঠাৎ সামু'র কথা মনে হতেই গুগল-এ 'samu' লিখে সার্চ দিলাম, যেহেতু এড্রেস-টা আমার জানা নেই। সার্চ রেজাল্ট দেখে ফাহিম এর উপর আমার কেমন মনোভাব হলো, তা এই ভরা মজলিশে আর বললাম না! মোবাইল টা হাতে নিয়েই দিলাম কল, দেখি রিসিভ করে না।

আমি তো এখন পুরোপুরি নিশ্চিত, শালা আমাকে 'মফিজ' বানাইছে! কয়েকবার ফোন করার পর যখন রিসিভ করল, আমি কিছুই হয়নি এমন ভাব করে জিঙ্গেস করলাম, "কিরে, কি করিস? ফোন ধরিস না কেন?" সে বললো "সরি দোস্ত, in fact সামু'তে কিছু নতুন পোষ্ট এসছে, তাই একটু নেড়েচেড়ে দেখছিলাম"। ভন্ড-টার মুখে আবার সামু'র কথা শুনে,আমার মেজাজ চরে গেল সপ্তমে, নিজেকে আর স্থির রাখতে পারলাম না। রাগের চোটে, আমার গুগল-এ সার্চ দেয়ার কাহিনি মুখ ফসকে বেরিয়ে গেল। এই ঘটনা শুনে, ফাহিম তো হেসেই কুল পাচ্ছে না। আর আমি ভেবে পেলাম না, গুগল-এ সামু লিখে সার্চ দেয়াতে হাসির কি আছে!! কোনোরকমে তার হাসি থামিয়ে পুরো বেপার টা খোলাসা করতে বললাম।

ফাহিম বললো, "আরে ভাই,এই ব্লগের নাম তো সামু না। আমরা আদর করে তাকে সামু ডাকি ! !"। কি আর করা, ফাহিম থেকে তার আদরের সামু'র বাসার ঠিকানা-টা নিলাম, ইউআরএল-এ লিখে ঢুকে গেলাম সামহোয়ার-ইন-ব্লগ এ......... সামু'র যে জিনিস-টা আমাকে সবার প্রথমে টানলো, তা হচ্ছে 'বাধঁ ভাঙ্গার আওয়ায...' এবং তার পিছনের ছবিটা, এ দু'টোর কম্বাইন্ড ভিউ-টা কেন যেন খুব ভাল লাগলো। তারপর, একটা-দু'টো করে পোস্ট পরলাম, খারাপ লাগলো না। বাড়ির ভিতর একটু ঘুরাঘুরি করতেই পেলাম অনেক কিছু, ঠিক যেনো কল্পনার রাজ্য।

মনে মনে এতদিন এমন এক্তি সাইট এর কথাই ভাবছিলাম, যেটাতে একসাথে রাজনীতি, অর্থনীতি, ধর্ম, বিজ্ঞান সব পাওয়া যাবে। মনে হলো, এমন একজন বন্ধু পেলাম, যার কাছ আমার পাওয়ার আছে অনেক কিছু। এমন একজন কে পেলাম যার সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়া যায়। অনেকদিন ধরে বন্ধুর কথা শুনেই যাচ্ছি, আজ বলার সাধ হল। তো আর দেরি না করে, 'নিঃস্বঙ্গ শেরপা'-কে সবার সামনে নিয়ে এলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।