ওয়ার্ক পারমিট নিয়ে ব্রিটেনে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার স্বয়ংক্রিয় নিয়ম বন্ধ করতে যাচ্ছে সরকার। গত ৯ জুন পার্লামেন্টে এমর্মে এক প্রস্তাবনা পাশ করেন হোমমিনিস্টার ডেমিয়েন গ্রীন। নতুন প্রসস্তাবনায় বলা হচ্ছে যারা ওয়ার্কপামিট নিয়ে এ দেশে আসেন তারা একটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয় ভাবে এদেশে স্থায়ী হতে পারেন। সরকার ক্ষনস্থায়ী কর্মী এবং স্থায়ী নিবাসী হবার মধ্যেকার সংযোগকে বন্ধ করে দিতে প্রস্তুত। এ জন্য জনগণের সাথে যথাযথ পরামর্শ করা হয়েছে বলে জানান মি. গ্রীন।
তিনি বলেন, সরকার ভিসা ব্যবস্থা নতুন করে শ্রেণীবন্ধ করতে যাচ্ছে এজন্য। এখন থেকে ওয়ার্ক ভিসাতে টেম্পোরারী অথবা পারমানেন্ট কথা লেখা থাকবে। যারা ব্রিটেনে থাকতে চান তাদের জন্য কঠোর নিয়ম প্রচলণ করা হবে। প্রস্তাবনার শুরুতে তিনি বলেন, 'ক্ষন স্থায়ী কর্মী এবং স্থায়ী নিবাসী হবার মধ্যে যে সংযোগ আছে তা বন্ধ করতে আমরা এই প্রস্তাব করছি। ' তিনি বলেন, এই অবস্থার অবসান করা দরকার।
যারা ব্রিটেনে থাকতে চান তাদেরকে আরো কঠোর নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। আমরা চাই আমাদের ইমিগ্রেশন পদ্ধতি ঠিক ভাবে কাজ করুক।
তিনি বলেন, 'আমরা চাই এখানে সবচেয়ে মেধাবী আর চৌকষ লোকরা আসুক যারা আমাদের অর্থনীতিতে শক্ত ভূমি কারাখতে পারবে। তারপর নিজেদের দেশে ফেরত যাবে। বর্তমান ব্যবস্থায় অনেক বিদেশী কর্মীর ব্রিটেনে থেকে যাওয়ার সুযোগ রয়েছে।
২০১০ সালে যারা ব্রিটেনে এসেছেন তাদের মধ্যে ৮৪০০০ জন স্থায়ী ভাবে ব্রিটেনে থাকার অনুমোদন পেয়েছেন। হোম মিনিস্টার বলেন, কিছু বিশেষ মাইগ্রেন্ট এদেশে থাকার অনুমোদন পাবে। তবে অধিকাংশকে অবশ্যই ফেরত যেতে হবে।
টিয়ার ৫ এর আওতায় আগত গৃহকর্মীরা কেবলমাত্র এক বছর ব্রিটেনে অবস্থানের সুযোগ পাবেন এবং তাদের ভিসা আর বর্ধিত হবেনা। যে সব মাইগ্রেন্ট স্থায়ীভাবে থাকার অনুমোদন পাবেন তাদের পরিবারের সদস্যদের স্থায়ী হতে হলে কঠোর ইংরেজী ভাষা জ্ঞানের দক্ষতার প্রমাণ দিতে হবে।
-আরটিএনএন ডটনেট/কা.সি/এন.এম
নিউজটি শেয়ার করা হয়েছে।
লিনক.
http://rtnn.net/details.php?id=35664&p=1&s=31 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।